কাপড়ের পুতুল পরিষ্কার করার ৫ উপায়

কাপড়ের নরম পুতুল দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন অনেকে। শিশুরাও এগুলো পছন্দ করে খেলনা হিসেবে। তবে কাপড় ও তুলার তৈরি এসব পুতুলে ধুলাবালি জমে বেশি। এগুলো নিয়মিত পরিষ্কার না করলে অ্যালার্জির সমস্যা হতে পারে।

কাপড়ের পুতুল পরিষ্কার করতে পারেন ওয়াশিং মেশিনে
জেনে নিন কাপড়ের পুতুল ঝটপট পরিষ্কার করার ৫ উপায়-  

  • নেটের ব্যাগের ভেতর পুতুল ঢুকিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। তারপর ব্যাগসহ ওয়াশিং মেশিনে দিয়ে দিন পুতুল। এটি আকৃতি ঠিক রেখেই পরিষ্কার করবে প্রিয় পুতুল। তবে ওয়েশিং মেশিনে পরিষ্কার করার আগে পুতুলের গায়ে লাগানো লেবেলে দেখে নেবেন সেটি মেশিনে পরিষ্কারযোগ্য কিনা।
  • পুতুল মেশিনে পরিষ্কারযোগ্য না হলে সাবানের সাহায্যে পরিষ্কার করুন। এজন্য একটি পাত্রে ঠাণ্ডা পানি ও লিকুইড সাবান নিন। সাবান যেন বেশি ক্ষারযুক্ত না হয় সেদিকে লক্ষ রাখবেন। সাবান পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন পুতুল। এরপর কলের নিচে ধরে সাধারন পানিতে ধুয়ে নিন। হালকা করে ঘষতে পারেন পরিষ্কার করার সময়। হেয়ার ড্রায়ারের সাহায্যে শুকিয়ে নিন পুতুল।
  • পুতুলের নির্দিষ্ট অংশ পরিষ্কার করতে চাইলে নরম কাপড় ভিজিয়ে বেবি ডিটারজেন্ট নিয়ে সাবধানে ঘষে ঘষে পরিষ্কার করুন।  
  • কাপড়ের পুতুল পরিষ্কার করার আরেকটি উপায় হচ্ছে বেকিং সোডা। কাপড়ে জমে থাকা ময়লা ও দুর্গন্ধ দূর করতে একটি জিপলক ব্যাগে খানিকটা বেকিং সোডা নিয়ে পুতুলটি ঢুকিয়ে দিন। ভালো করে বারকয়েক ঝাঁকিয়ে নিন। আধা ঘণ্টা অপেক্ষা করুন। এরপর পুতুল বের করে তোয়ালে দিয়ে মুছে নিন।
  • ভিনেগারের সাহায্যেও পরিএস্কার করতে পারেন কাপড়ের পুতুল। এজন্য কুসুম গরম পানিতে আধা কাপ সাদা ভিনেগার মিশিয়ে পুতুল ডুবিয়ে রাখুন আধা ঘণ্টা। পানি থেকে উঠিয়ে রোদ আসে এমন কোথাও ঝুলিয়ে দিন সেটি। নতুনের মতোই ঝকঝকে হবে কাপড়ের পুতুল।  

/এনএ/