চুল পড়া রোধ করে লবণ!

খুশকি, চুল ভেঙে যাওয়াসহ বিভিন্ন কারণে চুল পড়ে যেতে পারে। লবণের সাহায্যে মুক্তি পেতে পারেন চুল পড়ার সমস্যা থেকে। মোটা দানার লবণের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করুন চুলের গোড়ায়। এটি খুশকি দূর করবে ও রোধ করবে চুল পড়া। তবে অতিরিক্ত ব্যবহার করবেন না এই মিশ্রণ। এতে চুল রুক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

লবণ ও অলিভ অয়েল
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন লবণের মিশ্রণ

  • একটি পাত্রে ২ টেবিল চামচ মোটা দানার লবণ নিন।
  • লবণ গুঁড়া করে ১ টেবিল চামচ অলিভ অয়েল মেশান।
  • কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মেশান মিশ্রণে।
  • মিশ্রণটি ব্লেন্ড করে নিন।
  • চুলের গোড়ায় ৩ থেকে ৫ মিনিট ঘষে ঘষে লাগান।
  • ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • মাসে একবার ব্যবহার করুন লবণের মিশ্রণ।  

লবণের মিশ্রণ চুলে ব্যবহার করবেন কেন?

  • লবণে রয়েছে পটাসিয়াম, সোডিয়াম ও ক্যালসিয়াম যা মাথার ত্বকে জমে থাকা ক্ষতিকর পদার্থ দূর করতে সাহায্য করে।
  • লবণ খুশকি দূর করে।
  • মাথার ত্বকের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এই মিশ্রণ।
  • মাথার ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করে এটি।
  • অলিভ অয়েল চুল ঝলমলে ও নরম করে।
  • মাথার ত্বকে জমে থাকা ব্যাকটেরিয়া দূর করতে পারে এই হেয়ার প্যাক।   

তথ্যদ্য ইন্ডিয়ান স্পট         

/এনএ/