চুল ঝলমলে করে কফির হেয়ার প্যাক

ঝলমলে ও সুন্দর কে না চায়? যাদের চুল প্রাকৃতিকভাবেই একটু রুক্ষ ধরনের তারা খানিকটা বাড়তি যত্নের মাধ্যমে চুলে নিয়ে আসতে পারেন ঝলমলে ভাব। কফির হেয়ার প্যাক নিয়মিত ব্যবহারে চুল হবে উজ্জ্বল। পাশাপাশি খুশকি দূর হয়ে চুলের গোড়া হবে শক্ত।  

কফির হেয়ার প্যাক
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন কফির হেয়ার প্যাক

  • ১ টেবিল চামচ কফি পাউডার নিন একটি পাত্রে।
  • ১ চা চামচ ক্যাস্টর অয়েল মেশান।
  • ১ চা চামচ অপরিশোধিত নারকেল তেল দিন।
  • ২ টেবিল চামচ দই মিশিয়ে ভালো করে নেড়ে নিন। কফি যেন জমে না থাকে সেদিকে লক্ষ রাখবেন।
  • হেয়ার প্যাকটি চুল ও মাথার ত্বকে লাগান।
  • কয়েক মিনিট ম্যাসাজ করে চুল উঁচু খোঁপা করে নিন।
  • গরম পানিতে তোয়ালে ভিজিয়ে নিংড়ে চুলে জড়িয়ে রাখলে আরও ভালো ফল পাবেন।
  • ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

কফির হেয়ার প্যাক ব্যবহার করবেন কেন?

  • ক্যাফেইন চুলের গোড়া মজবুত করে।
  • চুল প্রাকৃতিকভাবে ঝলমলে করে কফি।
  • ক্যাস্টর অয়েল চুলের বৃদ্ধি বাড়ায় ও ঘন করে চুল।
  • দই খুশকি ও চুলের তেলতেলে ভাব দূর করে উজ্জ্বলতা নিয়ে আসে চুলে।
  • উজ্জ্বল ও ঝলমলে চুল পেতে এই হেয়ার প্যাকটি ব্যবহার করা যায় নিয়মিত।

তথ্যদ্য ইন্ডিয়ান স্পট    

/এনএ/