ব্যবহৃত টি ব্যাগ কাজে লাগাবেন যেভাবে

টি ব্যাগ ব্যবহার করে ফেলে দিচ্ছেন? ব্যবহৃত টি ব্যাগ কিন্তু কাজে আসতে পারে ঘর-গৃহস্থালির নানা কাজে! আবার রূপচর্চায়ও অনন্য এটি। নানা রকম দুর্গন্ধ দূর করতেও টি ব্যাগের জুড়ি নেই।

জুতার দুর্গন্ধ দূর করতে পারেন ব্যবহৃত টি ব্যাগের সাহায্যে
জেনে নিন ব্যবহৃত টি ব্যাগ কীভাবে কাজে লাগাবেন-

  • বাথটাবের পানিতে ১০টি গ্রিন টি ব্যাগ ফেলে রাখুন। তারপর গোসল সেরে নিন। সতেজতা চলে আসবে ঝটপট।
  • থালাবাসন থেকে দাগ উঠছে না? গরম পানিতে কয়েকটি টি ব্যাগ দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পরিষ্কার করুন। উঠে যাবে দাগ।
  • হাত থেকে পেঁয়াজ অথবা রসুনের তীব্র গন্ধ দূর করতে ব্যবহৃত টি ব্যাগ হাতে ঘষে নিন বারকয়েক।
  • ব্যবহৃত টি ব্যাগ ফ্রিজে রেখে দিন। রোদে পুড়ে যাওয়া ত্বকে ঠাণ্ডা টি ব্যাগ ঘষুন। দূর হবে রোদে পোড়া দাগ।
  • ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে টি ব্যাগ ফ্রিজে রেখে দিন।
  • টি ব্যাগ শুকিয়ে গেলে জুতার মধ্যে রেখে দিন। দূর হবে দুর্গন্ধ।
  • টি ব্যাগ থেকে চা পাতা সংগ্রহ করে গাছের গোড়ায় দিতে পারেন। দারুণ জৈব সারের কাজ করবে এটি।
  • টি ব্যাগ পানিতে ভিজিয়ে রাখুন ঘণ্টা খানেক। তারপর চায়ের লিকার দিয়ে গার্গল করে নিন। দূর হবে নিঃশ্বাসের দুর্গন্ধ।
  • টি ব্যাগ ফুটন্ত পানিতে দিয়ে লিকার করে নিন। লিকার ঠাণ্ডা হলে কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। চুল ঝলমলে করবে এটি।
  • আয়নায় দাগ পড়ে গেলে ব্যবহৃত টি ব্যাগ ঘষে নিন। উঠে যাবে দাগ।

তথ্যটাইমস অব ইন্ডিয়া  

/এনএ/