গরম ক্যাস্টর অয়েল: বন্ধ হবে চুল পড়া

বিবর্ণ ও রুক্ষ চুলে প্রাণ ফিরিয়ে আনতে ক্যাস্টর অয়েলের জুড়ি নেই। এতে রয়েছে প্রোটিন, মিনারেল ও ভিটামিন ই। সামান্য গরম ক্যাস্টর অয়েল চুলের গোড়ায় ম্যাসাজ করলে চুলের বৃদ্ধি বাড়ার পাশাপাশি বন্ধ হয় চুল পড়া। ক্যাস্টর অয়েল প্রাকৃতিকভাবে চুল ময়েশ্চারাইজ করে ও ঝলমলে ভাব নিয়ে আসে চুলে।

গরম ক্যাস্টর অয়েল চুল পড়া বন্ধ করে
জেনে নিন গরম তেল চুলে ব্যবহার করবেন কীভাবে-   

  • একটি কাচের বয়ামে ক্যাস্টর অয়েল নিন।
  • কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিন। এটি ঐচ্ছিক।
  • একটি গরম পানির পাত্রে তেলের বয়াম রেখে গরম করুন।
  • কুসুম গরম তেলে তুলা ডুবিয়ে লাগান চুলের গোড়ায়।
  • আঙুলের সাহায্যে ৫ মিনিট ম্যাসাজ করুন মাথার ত্বক।  
  • শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে ফেলুন।
  • ১ ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • সপ্তাহে একদিন চুলে ব্যবহার করুন গরম ক্যাস্টর অয়েল।
  • দ্রুত ফল পেতে সারারাত চুলে লাগিয়ে রাখতে পারেন ক্যাস্টর অয়েল।

তথ্যদ্য ইন্ডিয়ান স্পট  

/এনএ/