চলছে পটচিত্র কথা!

 

 

shamvuরাজধানী ইএমকে সেন্টারে চলছে শিল্পী শম্ভু আচার্যের একক চিত্র প্রদর্শনী ‘পটচিত্র কথা’। গত ৮ জুলাই এ প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির। এ সময় এক্সপ্রেশন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রামেন্দু মজুমদারও উপস্থিত ছিলেন। প্রদর্শনী চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত।

দেশজ উপাদান ব্যবহার করেই পটচিত্রের কাজ করেন শম্ভু আচার্য। মোটা মার্কিন কাপড়ের ক্যানভাসে ইটের গুঁড়া আর চক পাউডারের সঙ্গে তেঁতুল বিচির আঠার মিশ্রণ দিয়ে কাজ করেন তিনি। তারপর রেখাঙ্কন করে এঁকে এঁকে রঙ প্রয়োগ করেন। তিনি পটচিত্রে এঁকেছেন গাজীর বীরত্ব, নদী ও নারী, কলাবতী বউ, রাসলীলাসহ অনেক কাহিনী।

চিত্রশিল্পের ওপর শম্ভু আচার্যের কোনও প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই। বংশপরম্পরায় এ শিল্পকে ধরে রেখেছেন তিনি। তিনি জানান, বংশপরম্পরায় প্রায় সাড়ে চারশ' বছর ধরে তারা পটচিত্র নিয়ে কাজ করছেন।

প্রদর্শনীটি চলবে আরও তিনদিন। যেকোনও এক ফাঁকে ঘুরে আসুন ধানমন্ডির ইএমকে সেন্টার থেকে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

/এফএএন/