যত্নে থাকুক মুক্তার গয়না

দাওয়াতে সাদা পোশাকের সঙ্গে মুক্তার গয়না পরবেন বলে ঠিক করেছেন। দীর্ঘদিন পর যত্নে রাখা মুক্তার দামি গয়নাগুলো বের করেই চমকে উঠলেন! ঝলমলে মুক্তার জৌলুস কমে বিবর্ণ হয়ে গেছে শখের গয়না! সঠিক ব্যবহার ও যত্নের অভাবে নষ্ট হয়ে যেতে পারে মুক্তার গয়নার সৌন্দর্য।

মুক্তার গয়না
মুক্তার গয়নার যত্নআত্তি বিষয়ক প্রয়োজনীয় কিছু টিপস জেনে নিন-

  • গয়না পরা অবস্থায় মেকআপ করবেন না। সাজ শেষ হওয়ার পর তবেই পরবেন গয়না।
  • মুক্তার গয়না সংরক্ষণ করার সময় সামান্য পাউডার দিয়ে রাখুন বক্সে।
  • শুকনা লিলেন কাপড় দিয়ে মুছে তারপর সংরক্ষণ করুন মুক্তার গয়না। চাইলে ভেজা কাপড় দিয়েও মুছতে পারেন। সেক্ষেত্রে প্রাকৃতিক বাতাসে ভালো করে শুকিয়ে তারপরই রাখবেন বক্সে।
  • মুক্তার গয়না হেয়ার স্প্রে কিংবা পারফিউমের সংস্পর্শে যেন না আসে। একবার ব্যবহারের পর ভালো করে মুছে তারপর উঠিয়ে রাখুন।
  • মুক্তার গয়না বছরের পর বছর একইভাবে রেখে দেবেন না। মাঝে মাঝে ব্যবহার করুন ও মুছে রাখুন। দীর্ঘদিন একইভাবে রাখলে মুক্তার উপরে থাকা পাতলা কোটিং নষ্ট হয়ে যায়।
  • দুই একদিন পর পরই যদি মুক্তার গয়না পরা হয় তবে কুসুম গরম পানির সঙ্গে মাইল্ড ডিটারজেন্ট মিশিয়ে পরিষ্কার করে নিন গয়না।
  • ঘর্মাক্ত অবস্থায় বেশিক্ষণ গয়না পরে না থাকলেই ভালো করবেন।
  • গয়না পরে থাকা অবস্থায় ময়েশ্চারাইজার কিংবা বডি লোশন ব্যবহার করবেন না।  
  • সংরক্ষণের সময় অন্যান্য গয়নার বক্সে না রেখে আলাদা বক্সে রাখুন মুক্তার গয়না।
  • গয়না পানিতে পরিষ্কার করার পর ১ দিন প্রয়োজন ঠিক মতো শুকানোর জন্য। সাদা তোয়ালে দিয়ে মুছে প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন মুক্তার গয়না।     

তথ্যদ্য ইন্ডিয়ান স্পট   

/এনএ/