ডিমের হেয়ার প্যাক: চুল বাড়বে দ্রুত!

ডিম, নারকেলের দুধ ও দইয়ের তৈরি হেয়ার প্যাক সপ্তাহে একদিন ব্যবহার করলে দূর হবে চুলের রুক্ষতা। পাশাপাশি এই ৩ উপাদান চুল পড়া বন্ধ করার পাশাপাশি বাড়াবে চুলের বৃদ্ধি। চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতেও এই হেয়ার প্যাকের জুড়ি নেই।

ডিমের হেয়ার প্যাক

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন হেয়ার প্যাক

  • একটি ডিম ফেটিয়ে নিন।
  • ২ টেবিল চামচ দই মেশান।
  • ২ টেবিল চামচ নারকেলের দুধ দিয়ে ভালো করে নেড়ে নিন।
  • চাইলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মেশাতে পারেন।
  • মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগান,
  • ২ ঘণ্টা অপেক্ষা করুন।
  • কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে তারপর শ্যাম্পু করে নিন।
  • কন্ডিশনার ব্যবহার করুন।  

ডিমের হেয়ার প্যাক ব্যবহার করবেন কেন?

  •  দই, ডিম ও দুধে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফ্যাট রয়েছে। এই দুই উপাদান প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করে চুল।
  • চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে এই হেয়ার প্যাক।
  • রুক্ষ ও বিবর্ণ চুলে নিয়ে আসে জৌলুস।
  • ডিম চুলে যোগ করে প্রাকৃতিক উজ্জ্বলতা।
  • দই চুল মসৃণ করতে সাহায্য করে।
  • নারকেলের দুধ চুলের আগা ফাটা প্রতিরোধ করে ও ঝলমলে করে চুল।
  • চুলের অকালে পেলে যাওয়া রোধ করে এই হেয়ার প্যাক।    

 

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট       

/এনএ/