একাকী ভ্রমণের কথা ভাবছেন?

মানসিক অস্থিরতা কিংবা পারিপার্শ্বিক চাপে দিশেহারা অবস্থায় আছেন বলে সিদ্ধান্ত নিলেন কয়েকদিনের জন্য দূরে কোথাও ঘুরতে যাবেন। কিন্তু ভ্রমণসঙ্গীর অভাবে ভ্রমণে যাওয়ার ইচ্ছাটা আর পূরণ করাই হয়ে উঠছে না! এমন অবস্থায় বেড়িয়ে পড়তে পারেন একাই। সমুদ্র কিংবা পাহাড়ের সান্নিধ্যে গিয়ে ঝেড়ে ফেলুন সকল অস্থিরতা। প্রকৃতির কাছাকাছি থেকে সময় দিন নিজেকে।

একাকী ভ্রমণের সময় মনে রাখা চাই গুরুত্বপূর্ণ কিছু বিষয়
তবে দেশে হোক কিংবা দেশের বাইরে, একাকী ভ্রমণের সময় মনে রাখা চাই কিছু গুরুত্বপূর্ণ বিষয়-

  • যেখানে ভ্রমণে যেতে চাচ্ছেন, সেই জায়গা সম্পর্কে খুব ভালো করে খোঁজখবর নিয়ে নিন।
  • হোটেল ঠিক করে ফেলুন আগেই। যে হোটেল ঠিক করছেন সেটি কতটুকু নিরাপদ, খোঁজ নেওয়া চাই সে সম্পর্কেও।
  • অতিরিক্ত জিনিসপত্র অথবা বেশি বড় ব্যাগ নেবেন না। নিজের জন্য প্রয়োজনীয় সামান্য কিছু নিয়েই বের হয়ে পড়ুন একাকী ভ্রমণে।
  • নিজের নিরাপত্তা সবার আগে, এটি ভুলে গেলে চলবে না। অ্যাডভেঞ্চার করতে গিয়ে এমন কিছু করে বসবেন না যেটি বিপদ ডেকে আনে। একাকী ভ্রমণের সময় এই বিষয়ে সতর্ক থাকা চাই আরও বেশি।
  • কখনোই আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেবেন না। তাদেরকে জানিয়ে রাখুন কোথায় যাচ্ছেন ও কী করছেন।
  • দেশের বাইরে গেলে সবসময় পাসপোর্ট ও প্রয়োজনীয় টাকা পয়সা সঙ্গে রাখবেন।
  • একান্ত প্রয়োজন ছাড়া আপনি একা ভ্রমণ করছেন এমন তথ্য অপরিচিত কাউকে না জানানোই ভালো।

/এনএ/