প্রদর্শিত হলো তাঁতের গল্প ‘লিজেন্ড অব দ্য লুম’

Legend of the Loom_Posterদৃক-বেঙ্গল মসলিন প্রকল্প প্রযোজিত এবং টিনাইনএফএক্স পরিচালিত প্রামাণ্য তথ্যচিত্র ‘লিজেন্ড অব দ্য লুম’ (তাঁতের কিংবদন্তি)-এর উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল ।

এ আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর। আর ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব ফয়জুল লতিফ চৌধুরী এবং ‘মসলিন. আওয়ার স্টোরি’র লেখক এবং দৃক-এর প্রধান নির্বাহী জনাব সাইফুল ইসলাম। তথ্যচিত্র প্রদর্শন শেষে আগত দর্শক এবং সাংবাদিকবৃন্দের জন্য একটি প্রশ্নোত্তর পর্ব রাখা হয়। মিডিয়া ব্যক্তিত্ব সারা যাকের, শম্পা রেজা, তৌকির আহমেদসহ আর অনেকেই এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর তার বক্তব্যে বলেন, ‘দৃকের এই উদ্যোগ প্রশংসার যোগ্য এবং সরকারের পাশাপাশি অন্যান্য প্রাইভেট সংস্থাগুলোকেও আমি অনুরোধ করবো এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার।’  

দৃক-বেঙ্গল মসলিন প্রকল্পের ব্যানারে, বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং আড়ং- এর সহযোগিতায় ২০১৬’র ফেব্রুয়ারিতে মাসজুড়ে আয়োজিত হয় ‘মসলিন উৎসব’। এর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আয়োজিত হয় মাসব্যাপী প্রদর্শনী, দিনব্যাপী মসলিনের ইতিহাস-বৃত্তান্ত বিষয়ক সেমিনার, আহসান মঞ্জিলে ‘মসলিন নাইট’, ‘মসলিন. আওয়ার স্টোরি’ শিরোনামে বই প্রকাশনা, ‘মসলিনের দেশে’ শিরোনামে শিশু-কিশোরদের জন্য বাংলা এবং ইংরেজি কমিক বই প্রকাশনা।

‘লিজেন্ড অব দ্য লুম’-এর উদ্বোধনী প্রদর্শনী এই প্রকল্পেরই একটি ধারাবাহিক আয়োজন। ৪৩ মিনিট দৈর্ঘ্যের ইংরেজি ভাষায় নির্মিত তথ্যচিত্রটির গবেষণায় ছিলেন সাইফুল ইসলাম, প্রযোজনা করেছে দৃক বেঙ্গল মসলিন, পরিচালনায় ছিল টিনাইনএফএক্স এবং ধারাবর্ণনা দিয়েছেন মিতা রহমান।

তথ্যচিত্রটি পর্যায়ক্রমে ঢাকার আর বেশ কয়েকটি ভেন্যুতে প্রদর্শিত হবে এবং শিগগিরই এর একটি বাংলা সংস্করণও প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। প্রতিটি প্রদর্শনীই সকলের জন্য উন্মুক্ত থাকবে।

/এফএএন/