শসার রস: দূর হবে ডার্ক সার্কেল

রাতে ঘুম না হওয়া, ক্লান্তি, মানসিক চাপসহ বিভিন্ন কারণে চোখের আশেপাশে কালচে দাগ হতে পারে। এছাড়া চোখের নিচের অংশ ফুলে যাওয়া ও বলিরেখার মতো সমস্যাও দেখা যায় দীর্ঘদিনের ক্লান্তি থেকে। এসব সমস্যার সমাধান করতে পারে শসা। নিয়মিত শসার রস ব্যবহার করলে দূর হবে চোখের আশেপাশের কালচে দাগ ও ফোলা ভাব।

শসার রস
যেভাবে ব্যবহার করবেন

  • একটি পাত্রে শসার রস নিন।
  • তুলার টুকরা রসে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ।
  • ভেজা তুলা ২ থেকে ৩ ঘণ্টা ফ্রিজে রাখুন।
  • ঘুমানোর আগে তুলা ফ্রিজ থেকে বের করে চোখের উপরে দিয়ে শুয়ে থাকুন।
  • ৫ মিনিট পর তুলা সরিয়ে হালকা হাতে ম্যাসাজ করে নিন।
  • ত্বক ধোয়ার প্রয়োজন নেই।
  • পরদিন সকালে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 শসার রস ব্যবহার করবেন কেন?

  • ঠাণ্ডা শসার রস চোখের ক্লান্তি দূর করে সতেজতা ফিরিয়ে আনে।
  • চোখের আশেপাশের কালচে দাগ দূর করে।
  • চোখের ফোলা ভাব দূর করতে জুড়ি নেই শসার।
  • চোখের আশেপাশের ত্বকের বলিরেখা দূর করে এটি।  

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট

/এনএ/