মুগ্ধ করবে যে ৫ ন্যাশনাল জিওগ্রাফিক ছবি

প্রতি বছরই ন্যাশনাল জিওগ্রাফিক ফটো কনটেস্ট অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় উঠে আসে চমৎকার সব ছবি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব ছবি দেখে মুগ্ধ হতে হয়, হতে হয় অবাক! এ বছরের ন্যাশনাল জিওগ্রাফিক ফটো কনটেস্ট থেকে কিছু ছবি প্রকাশ করেছে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন। দেখে নিন ছবিগুলো।

ছবি- ১

ছবি- ১

মা খাওয়াচ্ছে তার ছানাকে। জাকার্তা থেকে চমৎকার ছবিটি তুলেছেন চার্লি জং।

ছবি- ২

ছবি- ২
শ্বেত ভালুকটি যেন হাই ফাইভ দিচ্ছে! নরওয়েজিয়ান দ্বীপপুঞ্জ থেকে ছবিটি তুলেছেন কলিন ম্যাকেনজি।

ছবি- ৩
ছবি- ৩

ক্যালিফোর্নিয়ার পর্বতমালা থেকে মেঘ ও ফুলের এই দৃশ্য ধারণ করেছেন ডগলাস ক্রক্ট।

ছবি- ৪

ছবি- ৪
তপ্ত মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে সবুজ একটি গাছ। উপরে উড়ছে পাখির দল। যেন একটি স্বপ্নের গাছ! অস্ট্রেলিয়ার মরুভূমি থেকে ছবিটি তুলেছেন আলোকচিত্রী ক্রিস্টিয়ান স্পেন্সার।

ছবি- ৫ছবি- ৫
ভালুকের মাছ শিকারের সময় দুর্লভ এই ছবিটি তুলেছেন আরন বাগজেনস্টোনস।

/এনএ/