মেরু অঞ্চলের যেসব ছবি চমকে দেবে আপনাকে!

সাদা ধবধবে বরফে ঢাকা প্রান্তর, সেখানে শ্বেত ভালুকের পায়ের ছাপ। সেই ছাপ ধরে এগিয়ে গেলেই পদে পদে বিস্ময় অপেক্ষা করছে! কোথাও ক্ষুধার্ত ভালুকের আনাগোনা তো কোথাও পেঙ্গুইনের সম্মেলন। মানুষ খেকো তিমির দেখাও মিলবে বরফের সাম্রাজ্যে। উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চল ঘুরে চমৎকার সব ছবি তুলেছেন কানাডার বিখ্যাত আলোকচিত্রী পল নিকলেন। এসব ছবি প্রকাশ করেছে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন।
দেখে নিন ছবিগুলো-

ছবি- ১

ছবি- ১
বিশাল আকৃতির পায়ের ছাপ ফেলে হেঁটে গেছে শ্বেত ভালুক। ছবিটি সাভার্ড দ্বীপের। 

ছবি- ২

ছবি- ২

বাফিন দ্বীপ কানাডার সবচেয়ে বড় দ্বীপ। হিম শীতল এই দ্বীপে সিল মাছ খুঁজছে তার শিকার। 

ছবি- ৩

ছবি- ৩
নরওয়ের সাভার্ড দ্বীপপুঞ্জে বরফের বিশাল খণ্ড গলে ঝরছে পানি। 

ছবি- ৪

ছবি- ৪

বদলে যেতে শুরু করেছে আবহাওয়া। বরফে ঢাকা ঘাসে সামনে দাঁড়িয়ে বিষণ্ণ শেয়াল। কানাডার চার্চিলে  তোলা ছবিটি।  

ছবি- ৫

ছবি- ৫ 

অ্যান্টার্কটিকার দক্ষিণ জর্জিয়া দ্বীপে পেঙ্গুইয়েন মহাসম্মেলন! 

ছবি- ৬

ছবি- ৬

বিশ্রাম নিচ্ছে বিশাল আকৃতির তিমি। ছবিটি কানাডা থেকে তোলা। 

ছবি- ৭

ছবি- ৭
অ্যান্টার্কটিকায় হিম শীতল সাগরে সাঁতার কাটছে পেঙ্গুইন। 

ছবি- ৮

ছবি- ৮





একটি ক্ষুধার্ত শ্বেত ভালুক হানা দিয়েছিল আলোকচিত্রীর রুমে! 

/এনএ/