অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যতিক্রমী ব্যবহার

ওভেন বেকিংয়ে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম ফয়েল। হাতের কাছে থাকা এই ফয়েলের রয়েছে আরও মজার কিছু ব্যবহার। গৃহস্থালি পরিচ্ছন্নতার পাশাপাশি এটি ব্যবহার করতে পারেন দাঁত পরিষ্কার করার জন্যও! জেনে নিন অ্যালুমিনিয়াম ফয়েল আরও কীভাবে ব্যবহার করতে পারবেন।

একবারেই কাপড়ের দুই সাইড ইস্ত্রি করুন

  • একবারে কাপড়ের দুই সাইড ইস্ত্রি করতে চাইলে মাঝখানে একটা ফয়েল পেপার বিছিয়ে দিন। অ্যালুমিনিয়াম ফয়েল গরম হয় খুব দ্রুত। ফলে একবারে টানটান হয়ে যায় কাপড়ের দুই সাইডই।
  • দীর্ঘদিন ব্যবহার না করার ফলে কাঁচির ধারালো ভাব কমে গেছে? কাঁচি দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল কাটুন বারকয়েক। ফিরে আসবে ধারালো ভাব।

কাঁচি ধারালো করতে

  • ব্যাটারির পাওয়ার বাড়াতে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে রাখুন দুই পাশের অংশ।
  • দাগ দূর করার স্প্রে ও অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে পরিষ্কার করতে পারেন ইস্ত্রি।

ইস্ত্রি পরিষ্কার করতে

  • কলার উপরের অংশ ফয়েলে মুড়ে রাখলে দীর্ঘদিন তাজা থাকবে কলা।
  • ফ্রাই প্যানের উপরে ফয়েল বিছিয়ে ডিমের অমলেট অথবা মামলেট করুন। প্যানে লেগে যাওয়ার ভয় থাকবে না।

রান্না করতে

  • টুথপেস্টের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে ফয়েলে নিন। এবার ফয়েলটি চেপে রাখুন দাঁতে। এটি দাঁত ঝকঝকে করতে সাহায্য করবে।
  • ট্রের উপর অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে গরম পানি দিন। সঙ্গে বেকিং সোডা ও লবণ মিশিয়ে পরিষ্কার করুন রূপার গয়না।

তথ্য: ব্রাইট সাইড    

/এনএ/