চুলের যত্নে অ্যালোভেরা ব্যবহারের ৭ উপায়

ঔষধি গুণে ভরপুর অ্যালোভেরা জেল যেমন ত্বক ভালো রাখে, তেমনি চুলের যত্নেও এটি অনন্য। খুশকি দূর করা, চুল পড়া কমানো ও চুলের রুক্ষতা দূর করতে নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারনে চুলে। জেনে নিন চুলের যত্নে উপকারী এই ভেষজটি ব্যবহারের কিছু উপায় সম্পর্কে।

 

  1. অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য মধু ও ১ চা চামচ টক দই মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে ও মসৃণ।
  2. অ্যালোভেরা জেল মাথার তালুতে ম্যাসাজ করুন। ২ ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি নতুন চুল গজাবে।
  3. ২ টেবিল চামচ পেঁয়াজের রস ও ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এটি যেমন চুল পড়া বন্ধ করবে, তেমনি নতুন চুল গজাতেও সাহায্য করবে।
  4. অ্যালোভেরার একটি পাতা থেকে জেল সংগ্রহ করে ব্লেন্ড করুন স্প্রে বোতলে পানির সঙ্গে মিশিয়ে নিন এই জেল। বাইরে বের হওয়ার আগে এটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত স্প্রে করুন। চুল হবে ঝলমলে।
  5. অ্যালোভেরার জেল শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন চুলে। চুল হবে ঝলমলে। 
  6. আধা কাপ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ১টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। মিশ্রণটি মৃদু আঁচে গরম করে নিন। ঠাণ্ডা হলে তুলার বল ডুবিয়ে মাথার তালু ও চুলে লাগান। চুল হালকা করে খোঁপা করে শাওয়ার ক্যাপ পরে নিন। ৪০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  7. চুল পরিষ্কার করতে শ্যাম্পুর বদলে অ্যালোভেরা হেয়ার প্যাক ব্যবহার করা যায়। নারিকেল তেল, লেবুর রস ও নারিকেলের দুধের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে ব্যবহার করুন। চুল সতেজ থাকবে