ত্বকের যত্নে হলুদের ফেসপ্যাক

ত্বকের যত্নে হলুদের ব্যবহার বেশ পুরনো। হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের যত্নে অতুলনীয়। নিয়মিত হলুদের ফেসপ্যাক ব্যবহার করলে দূর হবে ব্রণ ও বলিরেখা। এছাড়া মরা চামড়া দূর করার পাশাপাশি লোমকূপের ভেতর থেকে ময়লা দূর করে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে এটি।

হলুদের ফেসপ্যাক
জেনে নিন হলুদের দুটি ফেসপ্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবে-  
উজ্জ্বল ত্বকের জন্য
একটি পাত্রে ১/৪ চা চামচ হলুদ গুঁড়া নিন। ১ টেবিল চামচ নারকেল তেল মেশান মিশ্রণে। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নারকেল তেল মসৃণ ও নরম করবে ত্বক। হলুদ ত্বক উজ্জ্বল করবে। সব ধরনের ত্বকেই ব্যবহার করতে পারবেন এই ফেসপ্যাকটি।  

তৈলাক্ত ত্বকের জন্য
আধা চা চামচ হলুদ গুঁড়ার সঙ্গে প্রয়োজন মতো অ্যালোভেরা জেল মিশিয়ে তৈরি করুন পেস্ট। মিশ্রণটি ত্বকে ঘষে ঘষে লাগান। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ত্বক। ত্বকের অতিরিক্ত তেল দূর করবে এই ফেসপ্যাক। হোয়াইটহেডস ও ব্রণ দূর করতেও কার্যকর এই ফেসপ্যাকটি।  

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট     

/এনএ/