বৈচিত্র্যময় প্রজাতির যত হাঙ্গর

হাঙ্গর বলতেই আমরা হিংস্র এক প্রাণীকে বুঝি যে কিনা সারাদিন শিকারের খোঁজে ঘুরে বেড়ায়। তবে জানেন কী এমন অনেক হাঙ্গর রয়েছে যারা আদতে বেশ নিরীহ! অনেক হাঙ্গর আবার সাগর পাড়ে বসে দুদণ্ড রোদ পোহাতে বেশ ভালোবাসে। এদের রূপেও রয়েছে বৈচিত্র্য। পৃথিবীর সবচেয়ে বড় মাছ তিমিসহ প্রায় ৪৬৫ প্রজাতির হাঙ্গর রয়েছে সাগর তলে। ন্যাশনাল জিওগ্রাফিক ফটোগ্রাফার ব্রায়ান স্কিরি প্রায় ১০ হাজার ঘণ্টা সময় ব্যয় করেছেন হাঙ্গরের ছবি তোলার জন্য! দেখে নিন ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে প্রকাশিত বিভিন্ন প্রজাতির হাঙ্গরের ছবি।

ছবি ১
ছবি- ১
বিস্তৃত ও সমান পাখনা এঞ্জেল শার্কের অন্যতম বৈশিষ্ট্য। ক্যালিফোর্নিয়ার সাগর থেকে এঞ্জেল শার্কের এই ছবিটি তুলেছেন ডেভিড ডুবিলেট।

ছবি ২
ছবি- ২
এই হাঙ্গর রোদ পোহাতে ভালোবাসে। বিশাল আকৃতির এই হাঙ্গর স্বভাবে একেবারেই নম্রভদ্র। সাধারণত মানুষের কোনও ধরনের ক্ষতি করে না এটি। ছবিটির আলোকচিত্রী ব্রায়ান স্কিরি।

ছবি ৩
ছবি- ৩
উপরের অংশে কালো দাগওয়ালা এই হাঙ্গরের প্রধান খাবার ছোট ছোট মাছ। প্রবালযুক্ত গরম পানির অঞ্চলে দেখা মেলে এই হাঙ্গরের। বাহ্যিক সৌন্দর্যের কারণে এই হাঙ্গরের সুনাম রয়েছে। ছবিটি তুলেছেন থমাস পি পেসহাক।

ছবি ৪
ছবি- ৪
ইংল্যান্ডের রোড আইল্যান্ড থেকে চমৎকার নীল রঙা এই হাঙ্গরটির ছবি তুলেছেন ডেভিড ডুবিলেট।

ছবি ৫
ছবি- ৫
বড় নাকওয়ালা হাঙ্গর। সাউথ আফ্রিকা থেকে ছবিটি তুলেছেন উলি কুঞ্জ।

ছবি ৬
ছবি- ৬
বিড়ালের মতো চোখের কারণে এই হাঙ্গরের নাম ক্যাট শার্ক। ইকুয়েডরের গভীর সাগর থেকে ছবিটি তুলেছেন নরবার্ট ডব্লিউইউ মাইন্ডেন।

ছবি ৭
ছবি- ৭
শক্তিশালী দাঁতওয়ালা হিংস্র এই হাঙ্গর গোলাকারভাবে কামড়ে ছিঁড়ে ফেলে শিকার। এই কারণে এর নাম কুকিকাটার শার্ক। বড় মাছ ও ডলফিন এদের প্রধান খাবার। ছবি তুলেছেন বিল কার্টসিঙ্গার।

ছবি ৮
ছবি- ৮
সাদা দাঁতের কারণে এই ধরনের হাঙ্গরকে গ্রেট হোয়াইট শার্ক বলা হয়। ছবিটি সাউথ আফ্রিকা থেকে তোলা।

ছবি ৯
ছবি- ৯
বিস্তৃত মাথার এই হাঙ্গরের নাম হ্যামারহেড শার্ক। ছবি তুলেছেন আলোকচিত্রী ব্রায়ান স্কিরি।

ছবি ১০
ছবি- ১০
লেমন হাঙ্গরের মাংস অত্যন্ত পুষ্টিকর। লিভার অয়েল ও মাংসের জন্য বিশ্বের বিভিন্ন দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। ছবি তুলেছেন ডেভিড ডুবিলেট।

ছবি ১১
ছবি- ১১
প্রশান্ত মহাসাগরের নীল এই হাঙ্গরের ছবি তুলেছেন ব্রায়ান স্কিরি।

ছবি ১২
ছবি- ১২
গোলাকার চোখ ও নাকের এই হাঙ্গরের পাখায় রয়েছে কালো দাগ। এই ছবিটিও ব্রায়ান স্কিরির তোলা।

ছবি ১৩
ছবি- ১৩
ভয়ংকরদর্শন এই হাঙ্গরের নাম স্যান্ড টাইগার শার্ক। জাপান থেকে ব্রায়ান স্কিরি তুলেছেন ছবিটি।

ছবি ১৪
ছবি- ১৪
সিল্কি শার্কের ছবি তুলেছেন ডেভিড ডুবিলেট।

ছবি ১৫
ছবি- ১৫
খুব ধীরে ধীরে সাঁতার কাটে টাইগার শার্ক। আলোকচিত্রী ব্রায়ান স্কিরি ছবিটি তুলেছেন সাউথ আফ্রিকা থেকে।

ছবি ১৬
ছবি- ১৬
বিচিত্র দেখতে এই হাঙ্গরের প্রধান খাবার অক্টোপাস ও কাঁকড়া। ইন্দোনেশিয়ার সাগর থেকে জেসন এডওয়ার্ড তুলেছেন ছবিটি।

ছবি ১৭
ছবি- ১৭
জেব্রার মতো ডোরাকাটা এই হাঙ্গরের নামটাও জেব্রা শার্ক! ছবিটি ওমানের সাগর থেকে তোলা।