বেসনের হেয়ার প্যাক: বন্ধ হবে চুল পড়া

ত্বকের যত্নে বেসনের ব্যবহার পুরনো। তবে জানেন কী চুলের যত্নেও এটি অতুলনীয়? বেসনের হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে চুলের রুক্ষতা দূর হবে। পাশাপাশি বন্ধ হবে চুল পড়া।

বেসনের হেয়ার প্যাক
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন হেয়ার প্যাক

  • একটি পাত্রে ৩ টেবিল চামচ বেসন নিন।
  • প্রয়োজন মতো অলিভ অয়েল মেশান।
  • মিশ্রণে টকদই মিশিয়ে নেড়ে নিন।
  • ১ টেবিল চামচ লেবুর রস দিন।
  • হেয়ার প্যাকটি চুলে লাগান।
  • আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • চুলের ধরন অনুযায়ী কন্ডিশনার ব্যবহার করুন।

চুলে বেসনের হেয়ার প্যাক ব্যবহার করবেন কেন?

  • বেসন চুলে মসৃণ ভাব নিয়ে আসবে।
  • অলিভ অয়েল প্রাকৃতিকভাবে ময়েশ্চাইজ করে চুল।
  • দইয়ে থাকা প্রোটিন চুল স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর করে।
  • বেসনের হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয়। ফলে চুল পড়া কমে।
  • চুলের রুক্ষতা দূর করতে পারে বেসন।    

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট