রাজধানীর কোরবানির হাট

আফতাব নগর হাটকোরবানি মানেই পশুর কদর, ত্যাগের মন মানসিকতায় মুসলিম বিশ্ব পালন করে ঈদ উল আযহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কেউ কোরবানি করেন গরু, কেউ ছাগল, কেউ উট কিংবা দুম্বা। সামর্থ্য অনুযায়ী সাধ্যের মধ্যে চেষ্টা করেন সবাই। কোরবানির ক্ষেত্রে জানা জরুরি পশুর খোঁজ। বাড়ির কাছের হাটে গিয়েও অনেকে কাঙ্ক্ষিত পশুটিতে না মিললে ছুটে যান অন্য হাটে। তাই এবার হাট বসছে কোথায় কোথায় জানাটাই জরুরি। 

রাজধানীতে এবার স্থায়ী ও অস্থায়ী মিলে ২৩টি কোরবানির পশুর হাট বসছে। এর মধ্যে দুই সিটি করপোরেশন এলাকায় অস্থায়ী হাটের সংখ্যা ২২টি। ১৩টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ১০টি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায়।

ডিএসসিসি এলাকার মধ্যে মেরাদিয়া বাজার, আফতাবনগর হাট, উত্তর শাহজাহানপুর-খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন মৈত্রী সংঘের মাঠ,  ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ,  কমলাপুর স্টেডিয়ামের উল্টোপাশের খালি স্থান, জিগাতলা হাজারীবাগ মাঠ, রহমতগঞ্জ খেলার মাঠ, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধসংলগ্ন জায়গা, আরমানিটোলা খেলার মাঠ ও আশপাশের খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা, শ্যামপুর বালুর মাঠ এবং সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন ধোলাইরখাল ট্রাক টার্মিনাল ও সংলগ্ন খালি জায়গায় হাট বসছে এবার।

IMG_8207

ডিএনসিসি গাবতলী বাদে আরও নয়টি হাটের স্থান করেছে। এর মধ্যে মিরপুর ডিওএইচ এস সংলগ্ন উত্তর পাশের খালি জায়গা, বসুন্ধরার দক্ষিণ পাশের খালি জায়গা এবং বছিলায় হাট বসানোর সিন্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএনসিসির হাটগুলোর মধ্যে রয়েছে কুড়িল, বসিলা, মিরপুরের ডিওএইচএস সংলগ্ন উত্তর পাশের খালি জায়গা, উত্তরার ১৫ নং সেক্টর, খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্প,বাড্ডার আশিয়ান সিটি, ভাটারার সাঈদনগর, আফতাবনগর, মিরপুরের ৬ নং সেকশন ও গাবতলী স্থায়ী পশুর হাট।

এর বাইরে ঢাকার অভ্যন্তরে বিভিন্ন স্থানে পশু পালন হয়, তারা অনেকেই স্থানীয়ভাবে বিক্রি করে থাকেন। এলাকায় খোঁজ করলেই পাওয়া যাবে। এছাড়া ছাগল নিয়ে বাড়ির আশেপাশেই ক্রেতারা ঘোরাঘুরি করেন। স্থানীয় মাংসের দোকানের কশাইদের সঙ্গে আলাপ করেও গরু কেনা যেতে পারে। তারা সহায়তা করতে পারবেন ভালো দেখে শুনে গরু কেনার জন্য। অনেকেই উট কোরবানি দিতে চান। উট পাওয়া যাবে কমলাপুর হাটে। সেখানে উটের খামার রয়েছে। কোরবানি উপলক্ষে তারা হাটে উট আনেন।