বসুন্ধরা সিটিতে ফ্যাশন ব্র্যান্ডের নতুন ফ্ল্যাগশিপ আউটলেট

নকশার বৈচিত্র্যতা ও প্যাটার্নের নতুনত্বকে সঙ্গে নিয়ে কাজ করে ফ্যাশন ব্র্যান্ড এক্সট্যাসি। পাশাপাশি এক্সট্যাসির কো-ব্র্যান্ড তানজীম ও জারজেইন-এর ট্যাগলাইনে অনুসরণ করা হচ্ছে ফরমাল বা ক্যাজুয়াল লাইফস্টাইলের ট্রেন্ড।

নতুন ফ্ল্যাগশিপ আউটলেটে মডেল পিয়া
এবার ক্রেতাদের সুবিধার্থে বিশাল জায়গা জুড়ে এক্সট্যাসির সব পণ্য একই ছাদের নিচে থাকছে। সম্প্রতি পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলের সাত তলায় এক্সট্যাসি পণ্যের বিন্যাস এবং আধুনিকতা নিয়ে ফ্ল্যাগশিপ স্টোর চালু হয়েছে।

অভিনেত্রী নাদিয়া দেখছেন পোশাক
সর্বশেষ ফ্যাশন দুনিয়ার চলতি প্যাটার্ন, ডিজাইন এবং পাশ্চাত্য ঘরনার পোশাকের খোঁজ দেবে এক্সট্যাসির নতুন স্টোরটি। এক্সট্যাসি ও তানজীম ব্র্যান্ডের শীর্ষ নির্বাহী তানজীম হক জানান, এক্সট্যাসি-তে পোশাকের বর্ণিলতা সবসময়ই আভিজাত্য নির্ভর। এছাড়াও তানজীম-এ পুরুষদের ফ্যাশনকে পোশাকের ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে সমসাময়িক ট্রেন্ড অনুসারে। ফ্যাশনপ্রেমীদের শপিং সহজ করবার জন্যই মূলত এই ফ্ল্যাগশিপ আউটলেটের উদ্যোগ। যে কেউ ক্যাটাগরি অনুসরণ করে পছন্দের পণ্য খুঁজে পাবে এখানে।