ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন: মুগ্ধ করবে যে ৮ ছবি

কোথাও সূর্যের কিরণে ঝলমল করছে পাহাড়, আবার কোথাও রহস্যময় মেরু অঞ্চলের মুগ্ধতা। প্রকৃতির বিভিন্ন রূপের সৌন্দর্য নিয়ে ছবি প্রকাশ করেছে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন। আপনি ভ্রমণপিপাসু হয়ে থাকলে ছবিগুলো আপনার জন্যই। ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে প্রকাশিত এই ছবিগুলো আপনাকে মুগ্ধ করবে। বিভিন্ন দেশ থেকে পত্রিকাটির স্টাফ আলোকচিত্রীদের তোলা ছবিগুলো বিভিন্ন দেখে নিন।

ছবি- ১
ছবি- ১
চিলি থেকে চমৎকার এই প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলেছেন আলোকচিত্রী জন এস্টকোট।

ছবি ২
ছবি- ২
পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন দ্বীপ থেকে জলপ্রপাতের ছবি তুলেছেন স্টিফেন আলভারেজ।

ছবি ৩
ছবি- ৩
মেরু অঞ্চলের একাকী এই ভালুকের ছবি তুলেছেন রাফ লি হপিংকস। ছবিটি নরওয়ে ত্থেকে তোলা।  

ছবি ৪
ছবি- ৪
ছেলেকে নিয়ে মাছ শিকারে বেরিয়েছেন এক জেলে। ছবিটি পাপুয়া নিউ গিনি থেকে তোলা। আলোকচিত্রী ডেভিড ডুবিলিট।

ছবি ৫
ছবি- ৫
বরফের পাহাড় ঝলমল করছে সূর্যোদয়ের সময়। নিউজিল্যান্ড থেকে ছবিটি তুলেছেন মাইকেল মেলফোর্ড।   

ছবি ৬
ছবি- ৬
ফ্লোরিডা থেকে কায়াকিং এর ছবি তুলেছেন পল নিকলেন।

ছবি- ৭
ছবি- ৭
ভ্রমণকারী মরুযাত্রীদলের ছবিটি সাহারা মরুভূমি থেকে তোলা। আলোকচিত্রী কারস্টেন পিটার।

ছবি ৮
ছবি- ৮
গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক দিয়ে বয়ে যাওয়া গ্র্যান্ড ক্যানিয়ন নদী। ছবিটি তুলেছেন ব্রুস ডেল।