ত্বকের যত্নে কমলার খোসা

কমলার খোসা কড়া রোদে শুকিয়ে গুঁড়া করে নিন। এটি মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন। ত্বকের যত্নে ফেসপ্যাকের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন কমলার খোসার গুঁড়া। এতে রয়েছে সাইট্রিক অ্যাসিড যা ত্বকের মরা চামড়া দূর করে। পাশাপাশি কমলার খোসায় থাকা ভিটামিন সি প্রতিরোধ করে ব্রণ। এছাড়া এতে থাকা ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম ত্বক উজ্জ্বল ও সুন্দর করে।

কমলার খোসা
জেনে নিন ত্বকের যত্নে কমলার খোসা ব্যবহার করবেন কীভাবে-
ফেসপ্যাক ১
২ ভাগ কমলার খোসা গুঁড়ার সঙ্গে ১ ভাগ ওটমিল গুঁড়া মেশান। মিশ্রণে ১ চিমটি বেকিং সোডা মিশিয়ে সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করুন। ফেসপ্যাকটি ত্বকে ম্যাসাজ করুন চক্রাকারে। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।  
ফেসপ্যাক ২
কমলার খোসা গুঁড়ার সঙ্গে চন্দনের গুঁড়া ও গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। সামান্য দুধ মেশান। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের রুক্ষতা দূর করবে।
ফেসপ্যাক ৩
১ ভাগ দই ও ২ ভাগ কমলার খোসার গুঁড়ার সঙ্গে আধা চা চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে অলিভ অয়েল দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন।
ফেসপ্যাক ৪
কমলার খোসার গুঁড়ার সঙ্গে লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
তথ্য: বোল্ডস্কাই