লবণ ও লেবু: নরম গোড়ালির জন্য

পায়ের গোড়ালির অংশে মরা চামড়া জমে রুক্ষ ও বিবর্ণ হয়ে যায়। গোড়ালির যত্নে লবণ ও লেবু ব্যবহার করতে পারেন। এই দুটি উপাদান রুক্ষতা ও মরা চামড়া দূর করে নরম ও কোমল করবে গোড়ালি।

লবণ ও লেবু
পদ্ধতি ১

  • একটি পাত্রে ৩ টেবিল চামচ লবণ নিন।
  • ২ টেবিল চামচ নারকেল তেল মেশান।
  • ১টি লেবুর রস চিপে দিয়ে দিন।
  • পায়ের গোড়ালি স্ক্রাব করে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন ১০ মিনিট।
  • লবণের মিশ্রণ দিয়ে স্ক্রাব করে নিন গোড়ালি।
  • পা ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।  

পদ্ধতি ২

  • একটি বড় পাত্রে কুসুম গরম পানি নিন।
  • আধা কাপ মোটা দানার লবণ মেশান।
  • আধা কাপ লেবুর রস দিন।
  • কয়েক ফোঁটা অলিভ অয়েল মেশান।
  • পায়ের গোড়ালি পানিতে ভিজিয়ে রাখুন ১০ মিনিট।
  • পিউমিস স্টোন দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
  • ময়েশ্চারাইজার ব্যবহার করুন গোড়ালিতে।   

গোড়ালির যত্নে লবণ ব্যবহার করবেন কেন?

  • লবণ ও লেবু পায়ের গোড়ালি নরম ও কোমল করে।
  • লেবুতে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল উপাদান যা নখ ও গোড়ালিতে থাকা জীবাণু দূর করে।
  • ত্বকের মরা চামড়া দূর করতে পারে লবণ। Bottom of Form

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট