পূজার রঙিন পোশাক

আসছে শারদ উৎসব। এ উপলক্ষে রঙিন সাজে সেজেছে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ। শারদীয় আয়োজনের থিম হিসেবে পদ্ম, শিউলি, নানা ধরনের ক্যালিওগ্রাফি, দূর্গার অলংকার ও গনেশের অবয়ব বেছে নেওয়া হয়েছে।

Rang Bangladesh_Pujaলাল, সাদা, অফহোয়াইট, মেরুন ও গেরুয়া রংকে  উপজীব্য করে সাজানো হয়েছে এবারের সংগ্রহ।

Rang Bangladesh_ Puja (2)

এ সময়ের উষ্ণ এবং আর্দ্র আবহাওয়াকে গুরুত্ব দিয়ে শারদ সংগ্রহের বেশিরভাগ পোশাক সুতি কাপড়ে তৈরি করা হয়েছে । পাশাপাশি ব্যবহার করা হয়েছে বলাকা সিল্ক, হাফ সিল্ক, জয়সিল্ক, এন্ডি কটন এবং এন্ডি সিল্ক। নানা ধরনের প্রিন্টের ব্যবহার এই কালেকশনের মূল বৈশিষ্ট্য। নকশার চাহিদা অনুযায়ী কারচুপি, মেশিন ও হ্যান্ড এম্বয়ডারির পাশাপাশি ব্যবহার করা হয়েছে বøক ও স্ক্রিন প্রিন্ট।