ন্যাশনাল জিওগ্রাফিক ফটো কনটেস্ট: প্রথম সপ্তাহে জমা পড়া কিছু ছবি

প্রতি বছরের মতো এ বছরও ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের আয়োজনে শুরু হয়েছে ‘নেচার ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ প্রতিযোগিতা। সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে ছবি জমা নেওয়া হচ্ছে। নভেম্বরের ১৭ তারিখ পর্যন্ত চলবে ছবি জমাদান প্রক্রিয়া। ওয়াইল্ডলাইফ, অ্যরিয়েলস, ল্যান্ডস্কেপ ও আন্ডারওয়াটার- এই চারটি ক্যাটাগরিতে জমা নেওয়া হচ্ছে ছবি। ডিসেম্বরে প্রকাশ করা হবে বিজয়ী আলোকচিত্রীর নাম।  পুরস্কার হিসেবে বেশ বড় অংকের অর্থ প্রদান ছাড়াও বিজয়ীদের ছবি প্রকাশ করা হবে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে। প্রতিযোগিতার প্রথম সপ্তাহেই বিপুল সাড়া পাওয়ার কথা জানিয়েছে আয়োজকরা। জমা পড়া ছবির মধ্যে বাছাই করা কিছু ছবি প্রকাশ করা হয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগ্যাজিনের ওয়েবসাইটে। দেখে নিন সেগুলো-    

7148054_1600x1200

10954956_1600x1200

8364109_1600x1200

9522446_1600x1200

8144547_1600x1200

10446688_1600x1200

10885652_1600x1200

9820883_1600x1200

10898184_1600x1200

10950766_1600x1200

10940182_1600x1200

10939598_1600x1200