ত্বকের যত্নে ধনেপাতার ২ ফেসপ্যাক

ধনেপাতা পরিষ্কার করে ৫ মিনিট ভিজিয়ে রাখুন পানিতে। তারপর বেটে বিভিন্ন উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন ফেসপ্যাক হিসেবে। ধনেপাতার ফেসপ্যাক ত্বকে নিয়ে আসবে উজ্জ্বলতা। পাশাপাশি ব্রণ দূর করতেও এর জুড়ি নেই।

Turmeric-and-Coriander-Face-Pack
ত্বকের যত্নে ধনেপাতা ব্যবহার করবেন কেন?

  • ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ধনেপাতা ত্বকে নিয়ে আসা প্রাকৃতিক উজ্জ্বলতা।
  • সব ধরনের ত্বকেই এটি কার্যকর।
  • ব্রণ দূর করতে পারে এটি।
  • লোমকূপের ভেতর থেকে ময়লা পরিষ্কার করে ধনেপাতার ফেসপ্যাক।  

ফেসপ্যাক ১  
এই ফেসপ্যাকটি তৈরি করতে ধনেপাতা, টমেটোর রস, লেবুর রস ও মুলতানি মাটি প্রয়োজন হবে। প্রথমে ধনেপাতা বেটে নিন। ৫ চা চামচ টমেটোর রস ও লেবুর রস মেশান। আধা চা চামচ মুলতানি মাটি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ফেসপ্যাকটি ভালো করে ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জল করবে এটি।
ফেসপ্যাক ২
ভিজিয়ে রাখা ধনেপাতা পেস্ট করে নিন। একটি ডিমের সাদা অংশ মিশিয়ে নিন পেস্টে। মিশ্রণে ওটমিলের গুঁড়া ও ১ চিমটি হলুদ গুঁড়া দিন। স্ক্রাবটি ত্বকে ঘষুন কিছুক্ষণ। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। লোমকূপের ভেতর থেকে ময়লা দূর করে এটি ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসমুক্ত রাখবে ত্বক।

তথ্য:বোল্ডস্কাই