যেখানে শরৎ আসে উৎসবের রঙে

সবে ভোর হচ্ছে। মৃদু কুয়াশায় পড়েছে সূর্যকিরণ। সেই কিরণে ঝিকমিকিয়ে উঠেছে চারপাশ। ম্যাপল ট্রিগুলো যেন উৎসবে নেমেছে রং ছড়িয়ে। প্রকৃতির এই উৎসব শরতকে বরণ করার জন্য। এমনই চমৎকার একটি শরতের সকালে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের আলোকচিত্রী মাইকেল মেলফোর্ড তার ক্যারিয়ারের প্রথম ছবিটি তুলেছিলেন। ৪০ বছর আগে তোলা সেই ছবি দেখে নিজেই এতোটা মুগ্ধ হন যে, মুহূর্তেই ঠিক করে ফেলেন তিনি আলোকচিত্রী হিসেবেই গড়বেন তার ক্যারিয়ার। তারপর প্রিয় শরতের অসংখ্য ছবি তুলেছেন মাইকেল মেলফোর্ড। সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন তার তোলা শরতের ছবি দিয়ে প্রকাশ করেছে চমৎকার একটি ফটো স্টোরি। সবগুলো ছবিই তোলা হয়েছে যুক্তরাষ্ট্রে। দেখে নিন ছবিগুলো। 

শরৎ ১

শরৎ ২

শরৎ ৩

শরৎ ৪

শরৎ ৫

শরৎ ৬

শরৎ ৭

শরৎ ৮

শরৎ ৯

শরৎ ১০