লাইফ হ্যাকস: সহজ কিছু টিপস

প্লাস্টিকের পাত্রে খাবার রাখার পর দেখলেন আগে রাখা মসলার গন্ধে স্বাদই নষ্ট হয়ে গেছে খাবারের! অথচ খুব সহজেই প্লাস্টিকের ভেতরে জমে থাকা দুর্গন্ধ দূর করা যায়। অনেক সময় ছোটখাট কিছু ট্রিকস জানা থাকলে দ্রুত সমাধান পাওয়া যায় অনেক সমস্যার। এমনই প্রয়োজনীয় লাইফ হ্যাকস জেনে নিন।  

কাপড়ের দুর্গন্ধ দূর করবে চক

Udddntitled


কাপড়ের দুর্গন্ধ দূর করতে ছোট একটি নেটের ব্যাগে কয়েকটি চক নিয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিন।
সবজি সংরক্ষণ করুন মুখবন্ধ ব্যাগে

15507310-you-dont-need-pricey-vacuum-sealer-prevent-freezer-burned-foodw1456-1500617514-650-e381f4ea32-1502714817
সবজি দীর্ঘদিন ভালো রাখতে মুখবন্ধ ব্যাগে সংরক্ষণ করুন। মুখবন্ধ ব্যাগ না থাকলে ব্যাগে সবজি নিয়ে একটি পানি ভর্তি পাত্রে রাখুন। পানির চাপে ব্যাগের ভেতরের বাতাস বের হয়ে যাবে। তারপর ব্যাগ ভালো করে পেঁচিয়ে নিন।
ফুলের তোড়ার মাঝে থাকুক স্ট্র!

15507260-1400460-362692-9-0-1501049000-1501049002-650-1-1501049002-650-b6d50d3cc5-1502714817
ফুলের তোড়ার মাঝখানে একটি ফুল সোজা হয়ে থাকলে পুরো তোড়াই দেখতে ভালো দেখায়। একটি স্ট্র এর উপরে ফুলের উপরের অংশ গুঁজে সেটি তোড়ার মাঝে দিয়ে দিন।
আইস ব্যাগ বানাবেন যেভাবে

15507110-28082915---e1401265770819-1500965250-650-dd8f78577e-1502714817
একটি স্পঞ্জ পানিতে ভিজিয়ে সিল করা ব্যাগে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। জমে গেলে আইস ব্যাগ হিসেবে ব্যবহার করুন।
সার হিসেবে কফি

15507060-1276310-362085-0-1500985289-1500985300-650-1-1500985300-650-fa442ec64d-1502714817
প্রাকৃতিক সার হিসেবে কফির গুঁড়া চমৎকার কাজ করে। বাগানের বা টবের মাটি আলগা করে খানিকটা কফির গুঁড়া মিশিয়ে দিন। গাছ বাড়বে দ্রুত।
কাপড় থেকে মেকআপের দাগ দূর করবেন যেভাবে

15507010-1274860-362082-5-0-1500984518-1500984526-650-1-1500984526-650-fb0462d7bb-1502714817
কাপড়ে লিপস্টিক অথবা কাজল লেগে গেছে? মেকআপ রিমুভার দিয়ে তুলে ফেলুন কাপড়ের দাগ।
মেকআপ ব্রাশ পরিষ্কার করবে কন্ডিশনার

15506960-5014510-3-0-1502708178-1502708200-650-1-1502708200-650-9012db80ec-1502714817
পানির মধ্যে কন্ডিশনার দিয়ে মেকআপ ব্রাশ ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন। নরম হবে ব্রাশ।
ওয়াটার প্ল্যান্ট ভালো রাখবে গ্রিন টি

15506860-1263710-362082-2-0-1500981542-1500981547-751-1-1500981547-650-0921475173-1502714817
প্রতি চার সপ্তাহে একবার ওয়াটার প্ল্যান্টে সামান্য গ্রিন টি এর লিকার দিয়ে দিন। দীর্ঘদিন সতেজ থাকবে গাছ।
নিউজপেপার দূর করবে দুর্গন্ধ

15506610-1255110-362082-0-1500980693-1500980700-650-1-1500980700-650-0a3b4bae4f-1502714817
প্লাস্টিকের পাত্রে সহজেই বাতাস আনাগোনা করতে পারে। ফলে বিভিন্ন খাবারের দুর্গন্ধ হয়ে যায়। এক টুকরা নিউজ পেপার মুড়ে ভেতরে রেখে দিন। দূর হবে দুর্গন্ধ।
টাচস্ক্রিনের জন্য ফয়েল পেপার

16173560-13969860-7057-0-1506367348-1506367841-1410-1-1506367841-650-6f9081b3ae-1506375373
ফয়েল পেপার চমৎকার কাজ করে টাচস্ক্রিনে। পেন্সিলে ফয়েল পেপার জড়িয়ে ব্যবহার করতে পারেন টাচস্ক্রিন অপারেট করার জন্য।

তথ্য: ব্রাইট সাইট