এক মগ ব্রাউনি ২ মিনিটেই!

হঠাৎ ডেসার্ট খেতে ইচ্ছে করছে? মাইক্রোওয়েভে ঝটপট বানিয়ে ফেলুন মজাদার ব্রাউনি। উপকরণগুলো রেডি করার পর মাত্র ২ মিনিট লাগবে মগ ব্রাউনি প্রস্তুত করতে। জেনে নিন কীভাবে মগে ব্রাউনি বানাবেন।

ব্রাউনি

উপকরণ
ময়দা- ২ টেবিল চামচ
কোকো পাউডার- ২ টেবিল চামচ
ডিম- ১টি
চিনি- ৩-৪ টেবিল চামচ
তেল অথবা মাখন- ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
মাইক্রোওয়েভ প্রুফ মগে ডিম ফেটিয়ে নিন। ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। কোকো পাউডার, চিনি ও তেল কিংবা গলানো মাখন দিন। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিন যেন দলা হয়ে না থাকে। এবার উচ্চতাপে মাইক্রোওয়েভে মগটি রেখে দিন। ২ মিনিট পর বের করে চিনি ছিটিয়ে অথবা হুইপ ক্রিম দিয়ে পরিবেশন করুন গরম গরম ব্রাউনি।