বিয়ের ৬০ বছর পর ওয়েডিং ফটোশুট!

ব্রাজিলের অধিবাসী রোজা আর রুশো দম্পতি বিয়ে করেছিলেন ১৯৫৭ সালে। খুব স্বল্প বাজেটে বিয়ে করেছিলেন তারা। সে সময় ক্যামেরা কিংবা ছবি তোলার ব্যাপারটা এতটা সহজলভ্য ছিল না। বিয়ের সময় তাই স্মৃতি ধরে রাখতে একজন আলোকচিত্রীকে ডেকে এনে আর ছবি তোলা হয়ে ওঠেনি। সেই আফসোস ঘোচাতেই বিয়ের ৬০ বছর পর খুব আয়োজন করে বিয়ের ফটোগ্রাফি করার সিদ্ধান্ত নেন এই ব্রাজিলিয়ান দম্পতি।
রোজা ও রুশোর ঘরে এখন ৯ সন্তানের পাশাপাশি ১৬ জন নাতি-নাতনি। এমনকি নাতি-নাতনিদেরও রয়েছে সন্তান। কিন্তু শখ বলে কথা! বয়স যতই হোক, শখের দাম লাখ টাকা। বিয়ের ৬০ বছরপূর্তি উপলক্ষে তাই তারা ফটোগ্রাফার ডেভিড বালাটনফিউরেডির শরণাপন্ন হলেন। ডেভিড পুরো ঘটনা শুনে খুবই উৎসাহী হয়ে ওঠেন। তিনি হাফিংটন পোস্টকে জানান, একসঙ্গে এতদিন থাকাটা নিঃসন্দেহে একটি বিশেষ ঘটনা। এই চিরতরুণ দম্পতির বিয়ের ফটোগ্রাফি করতে পেরে তিনি ভীষণ আনন্দিত।       
শুটে রোজা পরেছিলেন স্থানীয় এক ডিজাইনারের নকশা করা পোশাক। ফটোশুটের জন্য রুশো স্যুট পেয়েছিলেন উপহার হিসেবে। এই বিশেষ মুহূর্ত উদযাপন করার জন্য ভেন্যুও একদম বিনামূল্যে দিয়ে দিয়েছিলেন মালিক।
দেখে নিন রোজা ও রুশোর ওয়েডিং ফটোশুট।  

59ca9c901900004e5d565bf3

59ca9c8f1900004e5d565bf1

59ca9c8f1d0000c30ee72f4c

59ca9c8f1a00002850f08a23

59ca9c8f1a00002850f08a24

59ca9c8f1a00002850f08a26

তথ্যহাফিংটন পোস্ট