রূপচর্চায় চা

ত্বক ও চুলের যত্নে চা ব্যবহার করতে পারেন নিয়মিত। টোনার হিসেবে চায়ের লিকারের ব্যবহার পুরনো। এছাড়া চুল ঝলমলে করতেও এর জুড়ি নেই। পাশাপাশি ডার্ক সার্কেল ও রোদে পোড়া দাগ দূর করতে পারে চা। জেনে নিন রূপচর্চায় চায়ের ব্যবহার।

AN79-Green_tea_on_wood-1296x728-Header
চোখের ফোলা ভাব ও ডার্ক সার্কেল কমায়
চোখের আশেপাশের ফোলা ভাব কমাতে গ্রিন টি ব্যাগ ব্যবহার করতে পারেন। এটি ডার্ক সার্কেল দূর করতেও সক্ষম। দুটি টি ব্যাগ গরম পানিতে ডুবিয়ে রাখুন কয়েক মিনিট। উঠিয়ে ঠাণ্ডা করুন টি ব্যাগ। চোখ বন্ধ করে টি ব্যাগ চোখের উপরে দিয়ে রাখুন। ২০ মিনিট পর উঠিয়ে নিন।
মাউথওয়াশ হিসেবে
পিপারমিন্ট চা মাউথওয়াশ হিসেবে ব্যবহার করতে পারেন। পিপারমিন্ট চায়ের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে ব্যবহার করুন মাউথওয়াশ হিসেবে। এটি দাঁতের ব্যাকটেরিয়া দূর করবে।  
পায়ের দুর্গন্ধ দূর করে
দীর্ঘক্ষণ জুতা পরে থাকার কারণে ঘাম জমে পায়ে দুর্গন্ধ হতে পারে। এই দুর্গন্ধ দূর করতে এর লিকারে কয়েক ফোঁটা লেবু মিশিয়ে পা ডুবিয়ে রাখুন ২০ মিনিট।
আঁচিল দূর করতে
কুসুম গরম টি ব্যাগ ভেজা অবস্থায় চেপে ধরুন আঁচিলের উপর। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।  
রোদে পোড়া দাগ দূর করে
ত্বকের রোদে পুড়ে যাওয়া দাগ দূর করতে পারে টি ব্যাগ। রোদে পুড়ে যাওয়া অংশে ঠাণ্ডা টি ব্যাগ চেপে রাখুন কিছুক্ষণ। তারপর ধুয়ে ফেলুন।
চুল ঝলমলে করে
শ্যাম্পু করার পর চায়ের লিকার দিয়ে ধুয়ে নিন চুল। এটি চুল ঝলমলে করবে।

তথ্যদ্য ইন্ডিয়ান স্পট