নারীদের জন্য কম খরচে স্যানিটারি ন্যাপকিন

22429485_10209494515672119_745312073_oগার্মেন্টস কর্মীদের জন্য কম খরচে স্যানিটারি ন্যাপকিন ‘সখিপ্যাড’ বাজারে নিয়ে এসেছে ইকো ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি বাংলাদেশ। মঙ্গলবার এ উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কানেক্ট টু গ্রো (ইউকে) এর সহযোগিতায় সখিপ্যাড তৈরি ও বাজারজাত করছে ইকো ইন্টারন্যাশনাল কোম্পানি বাংলাদেশ। মূলত অপেক্ষাকৃত কম আয়ের নারীদের কথা বিবেচনা করে এবং বিশেষত গার্মেন্ট কর্মীদের জন্য এই স্যানিটারি ন্যাপকিন তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে কানেক্ট টু গ্রো এর টিম লিডার মি. ডেভিড ইরউন, ইকো ইন্টারন্যাশনাল কোম্পানি বাংলাদেশের সিইও আরিফুল ফোরকান, ‍উম্মে শারমিন কবির, ইসরাত কবির ইভ ও রাধিকা তাবেজ উপস্থিত ছিলেন।