রিমুভার ছাড়াই নেইল পলিশ ওঠাবেন যেভাবে

পার্টিতে যাওয়ার আগে দেখলেন পুরনো নেইল পলিশের কারণে দৃষ্টিকটু দেখাচ্ছে হাত। অথচ বাসায় নেই রিমুভার! কী করবেন? দুশ্চিন্তার কারণ নেই। রিমুভার ছাড়াও নেইল পলিশ উঠিয়ে ফেলা যায় খুব সহজেই। জেনে নিন রিমুভার ছাড়া নেইল পলিশ ওঠানোর কয়েকটি উপায়।  550px-nowatermark-Remove-Nail-Polish-Without-Using-Remover-Step-3-Version-6 

  • নখে যে রঙের নেইল পলিশ আছে তার চাইতে এক শেড গাঢ় রঙের নেইল পলিশ লাগান। লাগিয়ে সঙ্গে সঙ্গে তুলার টুকরা দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন। উঠে যাবে আগে থাকা নেইল পলিশও।
  • নখের উপর সাদা টুথপেস্ট লাগান। পুরনো টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন নেইল পলিশ।
  • বডি স্প্রের সাহায্যে উঠিয়ে ফেলতে পারেন নখের নেইল পলিশ। নখে বডি স্প্রে লাগিয়ে তুলা দিয়ে ঘষে ধীরে ধীরে দূর করুন নেইল পলিশ।
  • হেয়ার স্প্রে দিয়েও পুরনো নেইল পলিশ উঠিয়ে ফেলতে পারেন। একইভাবে নখে হেয়ার স্প্রে লাগিয়ে তুলার টুকরা দিয়ে ঘসে নিন।
  • ১ টেবিল চামচ সাদা ভিনেগারের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিজেই বানিয়ে ফেলুন রিমুভার। কুসুম গরম পানিতে আঙুল ডুবিয়ে রাখুন ৫ থেকে ১০ মিনিট। এবার ভিনেগারের দ্রবণে তুলা ভিজিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন নেইল পলিশ।
  • সুগন্ধিতে তুলা ভিজিয়ে নখে ঘষে নিন। দূর হবে নখে থাকা পুরনো নেইল পলিশ।    
  • কুসুম গরম পানিতে বেশ কিছুক্ষণ আঙুল ডুবিয়ে রেখেও দূর করা যায় নেইল পলিশ। ২০ থেকে ২৫ মিনিট নখ ডুবিয়ে রেখে শুকনা কাপড় দিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন নেইল পলিশ।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট