১৩ নভেম্বর দিনব্যাপী হুমায়ূন উৎসব

নন্দিত কথাসাহিত্যিক এবং নির্মাতা হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মদিন উপলক্ষে জামালপুরে উদযাপিত হতে যাচ্ছে ৬ষ্ঠ হুমায়ূন উৎসব। হুমায়ূন উৎসব উদযাপন পরিষদের আয়োজনে আগামী ১৩ নভেম্বর সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

HU1

৬ষ্ঠ হুমায়ূন উৎসবের সদস্য সচিব মাশরুর আবরার ফারুকী জানিয়েছেন, অনুষ্ঠানসূচীতে রয়েছে সকাল নয়টায় আনন্দ পদযাত্রা, দিনব্যাপী বইমেলা, বেলা ১১টায় চলচ্চিত্র প্রদর্শনী, দুপুর তিনটায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চারটায় হুমায়ূন আহমেদ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিকাল সাড়ে চারটায় আলোচনা সভা, সন্ধ্যা পৌনে ছয়টায় র‌্যাফেল ড্র, সোয়া ছয়টায় কেক কেটে জন্মদিন উদযাপন ও সাড়ে ছয়টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর। অনুষ্ঠান উদ্বোধন করবেন বিশিষ্ট কবি ও রাজনীতিক এডভোকেট  মুহাম্মদ বাকী বিল্লাহ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদী, সহকারী অধ্যাপক স্বরূপ কাহালী, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌসসহ আরো অনেকে।
হুমায়ূন উৎসব উদযাপন পরিষদ এর আহবায়ক মাহদীন আল নাফি জানিয়েছেন এবারের উৎসব নিয়ে আমরা অনেক আশাবাদী এবং উৎসব এর সফলতা কামনা করে ভিডিওবার্তা দিয়েছেন হুমায়ূন আহমেদের ছোটভাই ড.মুহম্মদ জাফর ইকবাল এবং সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হুমায়ূন উৎসব উদযাপন পরিষদ জামালপুরের উপদেষ্টা ও জামালপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক হিশাম আল মহান্নাভ।