বাংলাদেশেই আন্তর্জাতিক মানের লন কাপড়

Raspberry Lawn- Pic- 04 (1)পছন্দসই লনের কাপড় মানেই এতদিন ছিল পাকিস্তান কিংবা ইন্ডিয়ার পোশাক। প্রথমবারের মতো দেশেই আন্তর্জাতিক মানের লনের কাপড় তৈরি ও বাজারজাত করছে রাসবেরি লন।

শতভাগ সুতি, পরতে আরাম, নকশা ও সুন্দর ডিজাইনের লন কাপড় নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। কাপড়ের গুনগতমান, ডিজাইন আর ফ্যাশন বৈচিত্রে লন মেয়েদের পছন্দের শীর্ষে। উন্নতমানের কাপড়ে তৈরি পোশাক প্রতিযোগিতামূলক মূল্যে ফ্যাশন সচেতন নারীদের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে এ বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। রাসবেরি লনে স্টিচ-আনস্টিচ থ্রি পিস ও কুর্তি রয়েছে। পোশাকের দামও হাতের নাগালে। আনষ্টিচ থ্রিপিসের দাম ১ হাজার ২০০ থেকে ১হাজার ৬৫০ আর কুর্তির দাম পড়বে ৮০০ থেকে ৯৯০ টাকা।

রাসবেরি লন এর কর্ণধার হাসান রহমান জানালেন, ‘অত্যাধুনিক প্রিন্ট টেকনোলজি ও রপ্তানিযোগ্য দেশীয় কাপড় রাসবেরি লনের বিশেষত্ব। নতুনত্ব আনতে আমাদের ডিজাইন স্টুডিওতে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা চলছে। আমরা ফ্যাশন সচেতন নারীদের কাছে নিত্য-নতুন ডিজাইনের লন পৌঁছে দিতে প্রতিনিয়ত কাজ করছি। আজকের নারীরা ঘরে, বাইরে, শপিং কিংবা অফিস-আদালতে সবসময় ব্যবহার করতে পারেন রাসবেরি লন।’