লিপস্টিক ব্যবহারের ৫ নিয়ম

গাঢ় লাল রঙের লিপস্টিক লাগিয়ে পার্টিতে যাওয়ার পর দেখলেন লিপস্টিকের রং কেমন যেন দৃষ্টিকটু দেখাচ্ছে। ছড়িয়ে পড়ছে ঠোঁটের লাইনের বাইরেও। এহেন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সঠিক নিয়মে লিপস্টিক ব্যবহার করা জরুরি। শীতে ঠোঁট ফেটে যায়। ফলে লিপস্টিক ব্যবহারের আগে সচেতন হতে হবে। জেনে নিন লিপস্টিক ব্যবহারের ৫ নিয়ম।      

long-lipstick-crop 

  • ফাটা অথবা চামড়া উঠে থাকা ঠোঁটে লিপস্টিক বসে না ঠিক মতো। তাই লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁট পরিষ্কার করে নিন। স্ক্রাব করে নিতে পারেন ঘরোয়া উপায়েই। এতে দূর হবে ঠোঁটের মরা চামড়া।
  • শুষ্ক ঠোঁটে লিপস্টিক ব্যবহার করবেন না। ঠোঁট পরিষ্কার করে মুছে ময়েশ্চারাইজার লাগান। তারপর ব্যবহার করুন পছন্দের রঙের লিপস্টিক।
  • লিপ লাইনার দিয়ে ঠোঁটের আকৃতি নির্দিষ্ট করে নিন।
  • পছন্দের রং যাচাই করে নিন ঠোঁটে ব্যবহারের আগে। লিপ লাইনারের থেকে এক শেড গাঢ় হতে পারে লিপস্টিকের রং।
  • ঠোঁটের মাঝ থেকে লিপস্টিক লাগানো শুরু করুন। ধীরে ধীরে নিখুঁতভাবে ঠোঁটের কোণায় লাগান। লিপস্টিক লাগানো শেষ হলে দুই ঠোঁটের মাঝে টিস্যু চেপে নিন।  

তথ্য: টাইমস অব ইন্ডিয়া