রাইস স্ক্রাব: ত্বক হবে উজ্জ্বল ও ব্রণমুক্ত

পরিষ্কার, নরম ও উজ্জ্বল ত্বকের জন্য নিয়মিত রাইস স্ক্রাব ব্যবহার করতে পারেন।

SKIN-BRIGHTENING-RICE-SCRUB-ANDMASK-2
রাইস স্ক্রাব ব্যবহার করবেন কেন?

  • চালে এমন কিছু অ্যাসিড রয়েছে যা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে সুরক্ষা প্রদান করে।
  • ত্বকের মরা চামড়া দূর করতে সাহায্য করে এই স্ক্রাব।
  • মধু প্রাকৃতিকভাবে ব্লিচ করে ত্বক।
  • নিয়মিত ব্যবহারে ত্বক হয় উজ্জ্বল ও কোমল।
  • ব্রণ প্রতিরোধ করে রাইস স্ক্রাব।  
  • লোমকূপের ভেতর থেকে ময়লা দূর করে এটি।  

যেভাবে তৈরি ও ব্যবহার করবেন রাইস স্ক্রাব

  • একটি পাত্রে ২-৩ চা চামচ চালের আটা নিন।
  • ৩ চা চামচ মধু মেশান। প্রয়োজনে আরও খানিকটা মধু মেশাতে পারেন।
  • মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন।
  • ১৫ মিনিট পর হাত পানিতে ভিজিয়ে ত্বক ম্যাসাজ করুন।
  • ২-৪ মিনিট ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ত্বক মুছে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
  • সপ্তাহে ৩-৪ বার ব্যবহার করুন এই স্ক্রাব।
  • রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করতে পারেন।  

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট