ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি: বছরের সেরা কিছু ছবি

ন্যাশনাল জিওগ্রাফিকের ফটো এডিটর এলিজাহ ওয়াকার চলতি বছরের সেরা কিছু ওয়াইল্ডলাইফ ছবি নির্বাচন করেছেন। ইমেজ কোয়ালিটি, ছবির ডিটেইল, আলোর খেলা, মুহূর্তের গভীরতা, রঙের খেলাসহ বিভিন্ন বিষয় মাথায় রেখেই বাছাই করা হয়েছে এসব ছবি। ছবিগুলো প্রকাশিত হয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে। 

খাবারের খোঁজে ইউরোপিয়ান পেঙ্গুইন, ছবি: লরেন্ট ব্যালেস্টা

ছোট লেজওয়ালা এক ধরনের বানর, ছবি: স্টিফানো ইউনিটার

বিশালাকৃতির হাঙ্গরটির ছবি তোলা নিউজিল্যান্ড থেকে, ছবি: ব্রায়ান স্কেরি

ব্রাজিলে দশ মাস বয়সী ব্যাঘ্রশাবক, ছবি: স্টিভ উইন্টার

স্বচ্ছ পানিতে সাঁতার কাটছে সাদা হাঙ্গর, ছবি: থমাস

বন্য বিড়াল, ছবি: জোয়েল সার্তোর

ক্যালিফোর্নিয়ায় সামুদ্রিক শীল খুঁজছে খাবার, ছবি: ব্রায়ান স্কেরি

আফ্রিকান পেঙ্গুইন, ছবি: থমাস

আফ্রিকার পাহাড়ে থাকা গিলাদা জাতের বানব, ছবি: জেফরি কেরবি

ডিম ছাড়তে পাড়ে এসেছে সামুদ্রিক কচ্ছপ, ছবি: ব্রায়ান স্কেরি

ধূসর তিমির সঙ্গে একজন টুরিস্ট, ছবি: থমাস

পুরুষ গিলাদা বানর, ছবি: জেফরি কেরবি