প্রাকৃতিক এয়ার ফ্রেশনার টি ব্যাগ!

ব্যবহৃত টি ব্যাগ ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্নভাবে। এটি প্রাকৃতিক সুগন্ধি হিসেবে সুরভিত করে ঘর। এছাড়া গৃহস্থালি পরিষ্কার পরিচ্ছন্নতা ও রূপচর্চায়ও ব্যবহার করা যায় টি ব্যাগ। জেনে নিন ব্যবহৃত টি ব্যাগের ভিন্ন কিছু ব্যবহার সম্পর্কে।  

এয়ার ফ্রেশনার হিসেবে ব্যবহার করতে পারেন টি ব্যাগ

  • ব্যবহৃত টি ব্যাগে পছন্দের যেকোনো এসেনশিয়াল অয়েল দিন কয়েক ফোঁটা। এবার টি ব্যাগটি ঝুলিয়ে দিন ঘরে অথবা গাড়িতে। এটি চমৎকার এয়ার ফ্রেশনারের কাজ করবে।  
  • কয়েকটি টি ব্যাগ বাথটাবের পানিতে ফেলে রাখুন। কিছুক্ষণ পর স্নান করে নিন। চায়ের পাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ঝরঝরে করবে আপনাকে। পাশাপাশি দূর হবে ঘামের দুর্গন্ধ ও ত্বকের মরা চামড়া।
  • কড়াই অথবা প্যান থেকে পোড়া দাগ উঠছে না? গরম পানিতে টি ব্যাগ ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর পরিষ্কার করে ফেলুন সাধারণভাবে।
  • টি ব্যাগ পানিতে ভিজিয়ে রেখে লিকার সংগ্রহ করুন। শ্যাম্পু করার পর চুল ধুয়ে নিন লিকার দিয়ে। প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে এটি।
  • আধা বালতি কুসুম গরম পানিতে টি ব্যাগ ভিজিয়ে রাখুন। সামান্য উষ্ণ থাকা অবস্থায় পা ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এটি গোড়ালির মরা চামড়া দূর করবে। পাশাপাশি দূর হবে ক্লান্তিও।  

পায়ের যত্নে ব্যবহার করতে পারেন চায়ের লিকার

  • ব্যবহৃত টি ব্যাগ আবারও ভিজিয়ে রাখুন পানিতে। লিকাররে পাতলা কাপড় ভিজিয়ে আয়না অথবা জানালার গ্লাস মুছে ফেলুন। দেখুন কেমন ঝকঝকে দেখাচ্ছে গ্লাস!
  • টি ব্যাগ গরম পানিতে ডুবিয়ে নিন। এবার টি ব্যাগ থেকে ভেজা চা পাতা নিয়ে ছিটিয়ে দিন কার্পেটে। চা পাতা শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিন। ময়লা দূর হওয়ার পাশাপাশি কার্পেটে চলে আসবে চমৎকার সুগন্ধ।
  • ব্যবহৃত টি ব্যাগ শুকিয়ে গেলে জুতার মধ্যে রেখে দিন। জুতার দুর্গন্ধ দূর করবে এটি।

জুতার দুর্গন্ধ দূর করে চা পাতা

  • ব্যবহৃত টি ব্যাগ ফেলে না দিয়ে পানিতে ফুটিয়ে নিন। লিকার ঠাণ্ডা হলে গাছের গোড়ায় ঢেলে দিন। এটি প্রাকৃতিক সার হিসেবে কাজ করবে। চাইলে ভেজা চা পাতাও দিতে পারেন গাছের মাটিতে।
  • ব্যবহৃত টি ব্যাগ ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। বাইরে থেকে ফিরে চোখের উপরে ঠাণ্ডা টি ব্যাগ দিয়ে রাখুন ১০ মিনিট। এটি ক্লান্তি দূর করবে। পাশাপাশি ডার্ক সার্কেল দূর করতেও কার্যকর এটি। ব্যবহৃত টি ব্যাগ ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। বাইরে থেকে ফিরে চোখের উপরে ঠাণ্ডা টি ব্যাগ দিয়ে রাখুন ১০ মিনিট। এটি ক্লান্তি দূর করবে। পাশাপাশি ডার্ক সার্কেল দূর করতেও কার্যকর এটি। 

তথ্য: টাইমস অব ইন্ডিয়া