শ্যাম্পুর সঙ্গে অ্যালোভেরা জেল: দ্রুত বাড়বে চুল

চুলের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন নিয়মিত। এটি চুলের রুক্ষতা দূর করে ও চুলের বৃদ্ধি বাড়ায়। সাধারণ শ্যাম্পুর সঙ্গে খানিকটা অ্যালোভেরা জেল মিশিয়ে খুব সহজেই ব্যবহার করা যায় নিয়মিত। স্বাস্থ্যোজ্জ্বল ও মসৃণ হবে চুল।  

STORY4

  • শ্যাম্পুর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করুন গোসলের সময়। কিছুক্ষণ ম্যাসাজ করুন পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। চুল নরম ও মসৃণ হবে। পাশাপাশি বাড়বে চুলের বৃদ্ধি।
  • অ্যালোভেরা দিয়ে কেমিক্যালবিহীন ভেষজ শ্যাম্পু বানিয়ে ফেলতে পারেন চাইলে। ৪ টেবিল চামচ মধুর সঙ্গে সমপরিমাণ আপেল সিডার ভিনেগার মেশান। আধা কাপ অ্যালোভেরা জেল মিশিয়ে মিশ্রণটি ব্লেন্ড করে নিন ভালো করে। কয়েক ফোঁটা ল্যভেন্ডার এসেনশিয়াল অয়েল মেশান। চুল ভিজিয়ে প্যাকটি ব্যবহার করুন শ্যাম্পুর মতো। নিয়মিত ব্যবহারে মাথার ত্বকের জীবাণু দূর হবে। পাশাপাশি চুল হবে উজ্জ্বল ও ঝলমলে।
  • অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন শ্যাম্পু করার আগেও। খানিকটা অ্যালোভেরা জেল ভালো করে মিহি করে চুলের গোড়ায় লাগান। ১০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন। এটি খুশকি দূর করতে সাহায্য করবে। পাশাপাশি চুলে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট