কাপড় থেকে কালির দাগ দূর করবেন যেভাবে

পছন্দের পোশাকে কলমের কালি লেগে গেছে? দুশ্চিন্তার কারণ নেই। লেবু ও লবণের সাহায্যে খুব সহজেই পোশাক থেকে কালির দাগ দূর করতে পারবেন। কাপড়ের পাশাপাশি কার্পেট থেকে দাগ দূর করতেও এই দুই উপাদান কার্যকর। জেনে নিন কীভাবে লবণ ও লেবুর সাহায্যে কালির দাগ দূর করবেন।

লবণ ও লেবুর সাহায্যে দূর করতে পারেন কালির দাগ

  • পেপার টাওয়েল ভিজিয়ে কালির উপর রাখুন। ধীরে ধীরে ঘষে যতটুকু সম্ভব কালি ওঠানোর চেষ্টা করুন।
  • লেবু স্লাইস করে ঘষুন দাগের উপর।  
  • এবার লবণ ছিটিয়ে দিন।
  • আঙুলের সাহায্যে ধীরে ধীরে ঘষতে থাকুন লবণ।
  • দাগ খুব গভীর হলে পুরনো টুথব্রাশ দিয়ে ঘষুন।
  • ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন দাগের অংশটুকু। দেখুন কেমন গায়েব হয়ে গেছে কালির দাগ!

টিপস

  • কালির দাগ লাগার পর যত দ্রুত সম্ভব পরিষ্কার করার চেষ্টা করবেন।
  • টুথব্রাশ ঘষার সময় লক্ষ রাখবেন যেন কাপড়ের ক্ষতি না হয়।