আরও যেসব পরিষ্কার করতে পারবেন ওয়াশিং মেশিনে

পোশাক ছাড়া আরও অনেক কিছু পরিষ্কার করার জন্যই ব্যবহার করতে পারেন ওয়াশিং মেশিন। এতে দৈনন্দিন ঝক্কি কমে অনেকটুকুই। জেনে নিন ওয়াশিং মেশিনে পরিষ্কারযোগ্য কোনগুলো।

কাপড়ের পুতুল পরিষ্কার করতে পারেন ওয়াশিং মেশিনে

  • স্টাফড এনিমেল বা কাপড়ের পুতুল পরিষ্কার করতে পারেন ওয়াশিং মেশিনের সাহায্যে। টেডি অথবা ছোট-বড় কাপড়ের পুতুল খুব সহজেই মেশিনের সাহায্যে পরিষ্কার করে কড়া রোদে শুকান।
  • স্নিকার পরিষ্কার করুন ওয়াশিং মেশিনের সাহায্যে।
  • প্লাস্টিকের পর্দা ও কাপড়ের পর্দা পরিষ্কার করার জন্য সাহায্য নিতে পারেন ওয়াশিং মেশিনের।
  • কুশনের কভার পরিষ্কার করা যেতে পারেন ওয়াশিং মেশিনে।
  • নাইলনের ব্যাগ নোংরা হয়ে গেলে ওয়াশিং মেশিনে দিয়ে দিন। পরিষ্কার হয়ে যাবে সহজেই।
  • বাথ ম্যাট ও ডোর ম্যাট পরিষ্কার করতে পারেন মেশিনে।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট