শ্যাম্পুর পর চুলে বরফ ব্যবহার করবেন কেন?

ত্বকের তেলতেলে ভাব দূর করতে ও টানটান করতে বরফ ব্যবহার করি আমরা। তবে জানেন চুলের যত্নেও অনন্য এটি? গোলাপজল, অ্যালোভেজা জেল ও ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে তৈরি আইস কিউব নিয়মিত ব্যবহার করতে পারেন চুলে।  

STORY5
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন আইস কিউব

  • একটি পাত্রে আধা কাপ অ্যালোভেরা জেল নিন।
  • আধা কাপ গোলাপজল মেশান।
  • ৫ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে বরফের ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে দিন।
  • পরদিন চুলে শ্যাম্পু করে এক টুকরা বরফ চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ঘষে নিন। ৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

যে কারণে আইস কিউব ব্যবহার করবেন চুলে

  • চুল নরম ও ঝলমলে করে গোলাপজল ও অ্যালোভেরার আইস কিউব।
  • মাথার ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে।
  • চমৎকার সুগন্ধ নিয়ে আসে চুলে।
  • বিবর্ণ চুলে নিয়ে আসে জৌলুস।
  • চুলের ভেঙে যাওয়া ও আগা ফাটা রোধ করে।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট