কেমন হবে চলতি বছরের ফ্যাশন?

নতুন বছরে চোখে পড়ার মতো নতুনত্ব আসতে যাচ্ছে ফ্যাশনে- এমনটা মনে করছেন ফ্যাশনবোদ্ধারা। কেমন ফ্যাশনে মেতে উঠবে ২০১৮? চলছে সেই জল্পনা-কল্পনাই। চলতি বছর কী ধরনের পোশাক ট্রেন্ড হয়ে উঠতে যাচ্ছে সেটি জানিয়েছে হারপারস বাজার ম্যাগাজিন।

বেগুনি রংয়ের পোশাক
বেগুনি রং
বছরজুড়ে ল্যাভেন্ডার অথবা বেগুনি রংয়ের পোশাকই হতে যাচ্ছে সবার পছন্দ। পাশাপাশি জয়জয়কার থাকছে মিলেনিয়াল পিংক এর। এই দুই রংয়ের পোশাকেই উজ্জ্বল থাকবেন তারকারা।

পোশাকে আর্ট
পোশাকে আর্ট
আর্ট আর ফ্যাশনের আছে পুরনো মেলবন্ধন। তারকাদের ছবির পাশাপাশি ফিউশন বা রেট্রো প্রিন্টের পোশাক এবার পছন্দ করবেন অনেকে।

চেক পোশাক
বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমা সেলেব্রিটিদের দেখা মিলছে চেক পোশাকে। চেক বা প্ল্যাডের পোশাক এ বছর ঝড় তুলতে যাচ্ছে। তাই নিজের ওয়ারড্রোবে এমন ড্রেস রাখুন এখন থেকেই।

চেক পোশাক
ট্রেঞ্চ কোট
অনেক আগে থেকেই পশ্চিমা দেশগুলোতে ট্রেঞ্চ কোটের প্রচলন দেখা যায়। মাঝখানে একটু ভাটা পড়লেও এ বছর ট্রেঞ্চ কোট বড় ধরণের ঝড় তুলতে যাচ্ছে পশ্চিমা ফ্যাশন জগতে।

ট্রেঞ্চ কোটঝালর দেওয়া পোশাক
ঝালর দেওয়া পোশাক এবার পছন্দ করবেন অনেকে। ক্যালভিন ক্লেইন,ডিয়রের মতো বিশ্বখ্যাত ফ্যাশনের রানওয়েতে এ ধরনের ড্রেস দেখা যাচ্ছে। স্কার্টসহ যেকোনো পোশাকে তো বটেই, ব্যাগেও দেখা যাচ্ছে এই ধরনের ফ্রিঞ্জ বা ঝালর।

ঝালর দেওয়া পোশাক
ফিরে এসেছে কোমরে ঝুলানো ছোট ব্যাগ
এক সময় টাকা,মোবাইল ও জরুরি জিনিসপত্র নেওয়ার জন্য ফ্যানিপ্যাক বা কোমরের পাশে ঝুলানো ছোট ব্যাগের বেশ প্রচলন ছিল। এ বছর আবারও ফিরে আসছে স্টাইলিশ এসব ব্যাগ।  

কোমরে ঝুলানো ছোট ব্যাগ

ফুলেল পোশাক
ষাটের দশকে ফ্লোরাল মানে ফুলের নকশাসহ পোশাকের প্রচলন ছিল বেশ। এখন আবার এ ধরনের পোশাক ফিরে আসছে। চলতি বছর ফুলেল প্রিন্টের পোশাকে মাতবে ফ্যাশন জগত।

ফুলেল পোশাক
ডার্ক ডেনিম
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ব্র্যান্ডের রানওয়েতে ডার্ক ডেনিম প্যান্ট,  টু পিস ও লম্বা ড্রেস দেখা গেছে। এ বছর ডার্ক ডেনিমই হবে ফ্যাশনপ্রিয়দের পছন্দ- সেটা তাই বলাই যায়। 

ডার্ক ডেনিম