চুল পড়া বন্ধ হবে ৫ উপায়ে

খুশকিসহ বিভিন্ন কারণে চুলের গোড়া দুর্বল হয়ে ঝরতে থাকে চুল। প্রাকৃতিক উপাদানের সাহায্যে বন্ধ করতে পারেন চুল পড়া। জেনে নিন কীভাবে।  

প্রাকৃতিক উপাদান ব্যবহারে বন্ধ হবে চুল পড়া
অ্যালোভেরা
অ্যালোভেরার পাতা ভেঙে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে দুইবার এটি ব্যবহার করলে চুল পড়া কমে যাবে।
নিম
নিম পাতায় রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা চুলের গোড়ায় জমে থাকা জীবাণু দূর করে। ফলে খুশকি দূর হওয়ার পাশাপাশি বন্ধ হয় চুল পড়া। কড়াইয়ে পানি নিয়ে মুঠো ভর্তি নিম পাতা ফুটান। পানি অর্ধেক হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করুন। নিম পাতা ছেঁকে পানিটুকু আলাদা করে চুল ধুয়ে নিন। সপ্তাহে একদিন নিমের পানি দিয়ে চুল ধুলে বন্ধ হবে চুল পড়া।
আলু
চুল পড়া বন্ধ করতে আলু অতুলনীয়। আলুর রসের সঙ্গে ১ চা চামচ মধু মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। সপ্তাহে একদিন ব্যবহার করুন আলুর রস।  
ধনেপাতা
ধনেপাতা পিষে পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। হেয়ার ব্রাশের সাহায্যে চুলের গোড়ায় লাগান মিশ্রণটি। আধা ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে দুইবার ব্যবহার করলে চুল পড়া কমে যাবে। পাশাপাশি চুলের বৃদ্ধি বাড়বে।
গ্রিন টি
৩টি গ্রিন টি ব্যাগ ৩ কাপ পানিতে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার গ্রিন টির লিকার দিয়ে চুল ধুলে বন্ধ হবে চুল পড়া।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া