‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের সঙ্গে টয়লেট ক্লিনার

টয়লেট ক্লিনার ব্র্যান্ড হারপিক-এর ৪০ বছর পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে রেকিট বেনকিজার বাংলাদেশ। ৯ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর হোটেল লেকসোরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সাথে হারপিকের নতুন প্যাক উন্মোচন করা হয়।

Harpic_Picturec
১৯৭৮ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে দীর্ঘ ৪০ বছর সফলতার সঙ্গে বাজারে টিকে আছে টয়লেট ক্লিনার ব্র্যান্ড হারপিক। হারপিক-এর ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, চ্যানেল আই-এর ম্যানেজিং ডিরেক্টর ফরিদুর রেজা সাগর, পদ্মা প্যাকেজিং-এর ম্যানেজিং ডিরেক্টর মাইনুল হক খান, হারপিক-এর উৎপাদন এবং বাজারজাতকারী কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বিশাল গুপ্ত ও মার্কেটিং ডিরেক্টর সৈয়দ তানজিম রেজওয়ান।

IMG_20180109_123912_1
অনুষ্ঠানে হারপিক নতুন প্যাক উন্মোচনের পাশাপাশি, ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের সাথে একাত্মতা ঘোষণা করে। এর মাধ্যমে এখন থেকে হারপিক দেশব্যাপী পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইনের সাথে টয়লেট, স্যানিটেশন ও হাইজেন নিয়ে কাজ করবে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর রাজ্জাক বলেন, ‘দেশকে পরিচ্ছন্ন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে দরকার সবার আন্তরিক সহযোগিতা ও হারপিকের মতো ব্র্যান্ডদের এগিয়ে আসা। আমি আশা করি, হারপিকের সাথে দেশের মানুষের এই সম্পর্ক আরও বহু বছর অটুট থাকবে।’

রেকিট বেনিকিজারের মার্কেটিং ডিরেক্টর ও পরিচ্ছন্ন বাংলাদেশের মুখপাত্র সৈয়দ তানজিম রেজওয়ান বলেন, ‘আমাদের চলমান পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইনে হারপিকের অংশগ্রহণ এই ক্যাম্পেইনকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে আরও সহজ করবে।’