নতুন মিডিয়া এজেন্সির যাত্রা শুরু

বিশ্বজুড়ে গ্রুপ এম এর দু’টি মিডিয়া এজেন্সি- ম্যাক্সাস এবং এমইসি একসঙ্গে নতুন এজেন্সি ‘ওয়েভমেকার’ তৈরি করেছে। বাংলাদেশে ওয়েভমেকার এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে সম্প্রতি। ওয়েভমেকারের মূলমন্ত্র হচ্ছে মিডিয়া, কনটেন্ট এবং প্রযুক্তি। 
ওয়েভমেকার কমিউনিকেশন গ্রুপ এশিয়াটিক থ্রি-সিক্সটি এরও একটি অংশ। উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন এশিয়াটিক থ্রি-সিক্সটি গ্রুপের চেয়ারম্যান আলী যাকের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সারা যাকের, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের এবং ওয়েভমেকারের ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম।

নতুন মিডিয়া এজেন্সির যাত্রা শুরু

অনুষ্ঠানে মোরশেদ আলম বলেন, ‘ম্যাক্সাস ও এমইসি’র সেরাটা দিয়ে ওয়েভমেকার শুরু হচ্ছে। আমাদের বিশ্বাস, ওয়েভমেকার তার নিয়মিত কাজের দক্ষতার পাশাপাশি, আরও বেশি কনটেন্ট এবং তথ্য ও প্রযুক্তির সমাধান নিয়ে আমাদের পার্টনার ব্র্যান্ডস ও মিডিয়ার অগ্রযাত্রায় সাহায্য করবে।’
প্রসঙ্গত, বিশ্বের ৯০টি দেশে ৮ হাজার ৫০০ জনেরও বেশী কর্মী নিয়ে ওয়েভমেকারের কার্যক্রম শুরু হয়েছে।