ঢাবির বাণিজ্য অনুষদে আধুনিক রেস্তোরাঁ

Fastuarant (1)শিক্ষক ও শিক্ষার্থীদের ন্যায্য মূল্যে ভালো মানের খাবার পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদে চালু হলো ‘ফাস্টুরেন্ট’ রেস্তোরাঁ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন প্রফেসর শিবলী রুবাইয়াত উল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন জাপানের কৌশু বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড. আশির আহমেদ। ফাস্টুরেন্ট বাংলাদেশ জুড়ে তার মূল্যবান গ্রহাকদের জন্য খাদ্য সরবরাহ করে থাকে। প্রতিষ্ঠানটি প্রান্তিক পর্যায়ে সেরা কাঁচামাল সংগ্রহ করে উন্নতমানের সামগ্রী আমদানি করাসহ সবকিছুই করে থাকে তারা। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ন্যায্য মূলে ছাত্র-ছাত্রী তথা শিক্ষকদের জন্য এই রেস্টুরেন্টটি চালু করে।