ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৮

বিশাল ছাড়ে চাদর-পর্দা

26943357_1428610897248265_641335449_nচলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতি বছরই নগরবাসীসহ সারাদেশের মানুষের বিশেষ নজর থাকে এই মেলার প্রতি। কারণ, প্রায় সকল পণ্যের উপরই থাকে বিশেষ ছাড়। বাড়তি নজর কাড়তে কেউ কেউ পাঁচ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে থাকে। বাণিজ্য মেলায় অন্যান্য পণ্যের চেয়ে সবচেয়ে বেশি বিক্রি হয়, গৃহস্থালী পণ্য। এসব পণ্যের চাহিদা ব্যপক থাকায় সবসময় গৃহস্থালী দোকানগুলোতে থাকে ক্রেতার ভিড়।

এবারও তার ব্যাতিক্রম নয়। প্রতিবারের মত এবারও বেশ খানিকটা জায়গা করে নিয়েছে বিছানার চাদর। বিভিন্ন ডিজাইনের বাহারি রঙের চাদর শোভা পাচ্ছে এবারের মেলায়।  কাপড়ভেদে বিছানার চাদরের দাম পড়বে ৬৫০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত।26913806_1428610893914932_1392658187_n

শুধু কি বিছানার চাদরে হয়?আরও আছে দরজা-জানালার পর্দা, সোফার কুশন ও কুশন কাভার ও নকশী কাঁথা।

আকর্ষণীয় বিভিন্ন ডিজাইনের ছোট-বড় দরজা-জানালার পর্দা পাবেন প্রতি পিস ১৫০ থেকে দুই হাজার টাকার মধ্যে। তবে বুঝে শুনে না কিনলে ঠকার সম্ভাবনা ব্যাপক।

সোফার কুশন কাভার পাবেন ১৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে। আর নকশী কাঁথা মিলবে ৩ থেকে ১৮ হাজার টাকার মধ্যে।26942883_1428610880581600_1877168676_n

বাণিজ্য মেলায় প্রবেশ করেই হাতের বা দিকেই পাবেন গৃহস্থালির এসব পণ্যের দোকান। এক সঙ্গে প্রায় ১৫-২০টি দোকান আছে। মেলায় যাচাই-বাছাই ও দর-দাম করে কিনলে ভালো মানের দেশি পণ্য মিলবে অনায়াশে। দেরি না করে আজই ঘুরে আসুন বাণিজ্য মেলা থেকে। প্রয়োজনীয় সব পণ্য একসঙ্গে পাওয়ার এই সুযোগটি লুফে নিন।