খুশকি দূর করবে যে হেয়ার প্যাক

মাথার ত্বকে চুলকানি, চুল বিবর্ণ হয়ে যাওয়া ও পড়ে যাওয়ার সমস্যার অন্যতম কারণ খুশকি। খুশকি দূর করতে ব্যবহার করতে পারেন ঘরোয়া হেয়ার প্যাক। ডিম ও দই দিয়ে তৈরি হেয়ার প্যাক নিয়মিত ব্যবহারে খুশকি দূর হবে ও চুল পড়া বন্ধ হবে।

ডিম ও দইয়ের হেয়ার প্যাক
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন হেয়ার প্যাক

  • একটি ডিম ফেটিয়ে নিন।
  • এক কাপ টক দই মেশান। ভালো করে আবার ফেটান। প্রয়োজনে ব্লেন্ড করে নিতে পারেন।
  • মিশ্রণটি চুলের গোড়ায় মযাসাজ করুন আঙুলের সাহায্যে।
  • কিছুক্ষণ ম্যাসাজ করে অপেক্ষা করুন আধা ঘণ্টা।
  • মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।
  • সপ্তাহে একবার এই হেয়ার প্যাক ব্যবহার করুন। খুশকি দূরে পালাবে।

ডিম ও দইয়ের হেয়ার প্যাক ব্যবহার করবেন কেন?

  • দই প্রাকৃতিকভাবে মাথার ত্বক ময়েশ্চারাইজ করে। ফলে শুষ্কতা দূর হওয়ার পাশাপাশি দূর হয় খুশকি।
  • ডিমে থাকা প্রাকৃতিক প্রোটিন চুলের গোড়া শক্ত করে ও চুল পড়া কমায়।
  • দইয়ে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান খুশকির জন্য দায়ী জীবাণু দূর করে চুল খুশকিমুক্ত রাখে।

জেনে নিন

  • ডিম ও দইয়ের হেয়ার প্যাকে ১ চা চামচ গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিলে দ্রুত ফল পাবেন।
  • খুশকি এমন একটি সমস্যা যা একসঙ্গে অনেকগুলো সমস্যা বয়ে আনে। এর মধ্যে চুল পড়ে যাওয়া অন্যতম। চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে মেথি সারারাত ভিজিয়ে রেখে পেস্ট করে ১ চা চামচ পরিমাণ মিশিয়ে নিন হেয়ার প্যাকের সঙ্গে।
  • চুল প্রচুর পানি দিয়ে ধুতে হবে।
  • খুশকির কারণে মাথার তালুতে অতিরিক্ত চুলকানি হলে ডাক্তারের পরামর্শ নিন।

তথ্য: বোল্ডস্কাই